সিটি ও অন্যান্য
১) সিটি
মা। প্রেসার কুকারটা তিনটে সিটি মারবে, তারপরে আমি মাংসটা নামাবো।
ছেলে। মা কলেজের ম্যাডাম বলেছেন, সিটি মারা দণ্ডনীয় অপরাধ।
২) সুগার
স্ত্রী। এটা সুগারের মেকআপ, সহজে তুমি তুলতে পারবে না।
স্বামী। তোমার সুগার না হলেই হল।
৩) জাট
প্রশ্ন) মহাভারতের যুদ্ধ কেন কুরুক্ষেত্রে হয়েছিল?
উত্তর) ওই অঞ্চলে জাটদের সংখ্যা খুব বেশি।
৪) মাপ
ভদ্রলোক এতো মোটা যে ওই চেয়ারটাতে বসতেই পারলেন না।
একজন রসিক বললেন, 'দাদা, পিছনের মাপে একটা সিট বানান ও সেটা নিয়ে ঘুরে বেড়ান'।
৫) ওয়াশরুম ১
'দাদা, আমি একটু ওয়াশরুম-এ যাবো'।
'একটু কেন পুরোটাই যান এবং পুরোটাই দিয়ে আসুন'।
৬) ওয়াশরুম ২
'দাদা, আমি ওয়াশরুম-এ যাবো'।
'জল না স্থল'?
'পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল'!
৭) গ্যাস বেলুন
সলিড কিছু খেয়েই গরম চা খাওয়া উচিত।
গরম লিকুইড খালি পেটে পড়লে গ্যাস বেলুন ফাটতে পারে।
৮) অভিনেত্রী
ঘটক। দাদা, আপনার জন্য একজন পাত্রী দেখেছি।
পাত্র। মেয়েটি কি করে?
ঘটক। আজ্ঞে অভিনেত্রী।
পাত্র। পাগলা কুকুরে কামড়ালেও কেউ সুস্থ জীবনকে কখনো অযথা ব্যস্ত করে না।
মা। প্রেসার কুকারটা তিনটে সিটি মারবে, তারপরে আমি মাংসটা নামাবো।
ছেলে। মা কলেজের ম্যাডাম বলেছেন, সিটি মারা দণ্ডনীয় অপরাধ।
২) সুগার
স্ত্রী। এটা সুগারের মেকআপ, সহজে তুমি তুলতে পারবে না।
স্বামী। তোমার সুগার না হলেই হল।
৩) জাট
প্রশ্ন) মহাভারতের যুদ্ধ কেন কুরুক্ষেত্রে হয়েছিল?
উত্তর) ওই অঞ্চলে জাটদের সংখ্যা খুব বেশি।
৪) মাপ
ভদ্রলোক এতো মোটা যে ওই চেয়ারটাতে বসতেই পারলেন না।
একজন রসিক বললেন, 'দাদা, পিছনের মাপে একটা সিট বানান ও সেটা নিয়ে ঘুরে বেড়ান'।
৫) ওয়াশরুম ১
'দাদা, আমি একটু ওয়াশরুম-এ যাবো'।
'একটু কেন পুরোটাই যান এবং পুরোটাই দিয়ে আসুন'।
৬) ওয়াশরুম ২
'দাদা, আমি ওয়াশরুম-এ যাবো'।
'জল না স্থল'?
'পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল'!
৭) গ্যাস বেলুন
সলিড কিছু খেয়েই গরম চা খাওয়া উচিত।
গরম লিকুইড খালি পেটে পড়লে গ্যাস বেলুন ফাটতে পারে।
৮) অভিনেত্রী
ঘটক। দাদা, আপনার জন্য একজন পাত্রী দেখেছি।
পাত্র। মেয়েটি কি করে?
ঘটক। আজ্ঞে অভিনেত্রী।
পাত্র। পাগলা কুকুরে কামড়ালেও কেউ সুস্থ জীবনকে কখনো অযথা ব্যস্ত করে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০২২বেশ মজার!
-
নাসরীন আক্তার রুবি ২৫/১১/২০২২দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/১১/২০২২সুন্দর কৌতুক।