আলসেশিয়ান ও অন্যান্য
১) আলসেশিয়ান
বৃদ্ধ গরীব। যার কেউ নেই, তার ভগবান আছে।
বৃদ্ধ ধনী। যার কেউ নেই, তার আলসেশিয়ান আছে।
২) ডেঙ্গু
দিপু। আমার বিরুদ্ধে যে কথা বলবে, তাকে আমি কোর্টে তুলবো।
দিনু। যে মশাটার কামড় খেয়ে তোর ডেঙ্গু হয়েছিল, সেটাকে আগে কোর্টে তোল।
৩) গ্র্যান্ড টোটাল
রাজ। তমু, তোর ইতিহাস ভূগোলে কোনও মাস্টার নেই?
তমু। না রে রাজ।
রাজ। বাবাকে বল, ইতিহাস ভূগোলে তাড়াতাড়ি মাস্টার রাখতে।
তমু। তুই আগে তোর বাবাকে বল, গ্র্যান্ড টোটালে মাস্টার রাখতে।
৪) হাইওয়ে
ছেলে। বাবা, হাইওয়ে কি?
বাবা। যে ওয়ে দিয়ে হাই তুলতে তুলতে লোকে হেঁটে যায়।
৫) ইট
পথচারী। দাদা, রাস্তার ধারে এই ইট গুলো ফেলে রেখেছে কেন?
বাড়ির মালিক। দাদা, এই পথ দিয়ে লোকে গেলেই মাথায় ভাঙবে বলে।
বৃদ্ধ গরীব। যার কেউ নেই, তার ভগবান আছে।
বৃদ্ধ ধনী। যার কেউ নেই, তার আলসেশিয়ান আছে।
২) ডেঙ্গু
দিপু। আমার বিরুদ্ধে যে কথা বলবে, তাকে আমি কোর্টে তুলবো।
দিনু। যে মশাটার কামড় খেয়ে তোর ডেঙ্গু হয়েছিল, সেটাকে আগে কোর্টে তোল।
৩) গ্র্যান্ড টোটাল
রাজ। তমু, তোর ইতিহাস ভূগোলে কোনও মাস্টার নেই?
তমু। না রে রাজ।
রাজ। বাবাকে বল, ইতিহাস ভূগোলে তাড়াতাড়ি মাস্টার রাখতে।
তমু। তুই আগে তোর বাবাকে বল, গ্র্যান্ড টোটালে মাস্টার রাখতে।
৪) হাইওয়ে
ছেলে। বাবা, হাইওয়ে কি?
বাবা। যে ওয়ে দিয়ে হাই তুলতে তুলতে লোকে হেঁটে যায়।
৫) ইট
পথচারী। দাদা, রাস্তার ধারে এই ইট গুলো ফেলে রেখেছে কেন?
বাড়ির মালিক। দাদা, এই পথ দিয়ে লোকে গেলেই মাথায় ভাঙবে বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০২২ভাল।
-
শ.ম. শহীদ ১৩/১১/২০২২হা হা হা
খুব ভালো হয়েছে।
মশাকে কোর্টে তুলছে বিচারক নিশ্চয় তাকে ফাঁসী দিবেন এ্যটেম টু মার্ডার এর অপরাধে।