ঘুগনি ঝড় ও অন্যান্য
১) ঘুগনি ঝড়
গ্রামের একজন মানুষ বললেন,
'দাদা, টেভি-তে বলেছে, ধেয়ে আইছে ঘুগনি ঝড়'।
একজন সাংবাদিক বললেন,
'দাদা, ওটা ঘূর্ণি ঝড়। ঝড়ের সময় আপনি দয়া করে মেলায় ঘুগনি বিক্রি করতে বেরোবেন না'।
'আজ্ঞে, আমে চাষবাস করে'।
২) ছানার ডানলা
ভাগ্নে। ও মামা, আমি ছানার ডালনা খাবো।
মামা। আগে বিয়ে করো, তারপরে ছানা হবে, তারপরে তার ডানলা করে খেও।
৩) রিক্সাওয়ালা ও পথচারী
রিক্সাওয়ালা। দাদা, সরুন সরুন।
পথচারী। আরে ঘাড়ের ওপর দিয়ে রিক্সা নিয়ে যাবে নাকি?
রিক্সাওয়ালা। প্রয়োজনে যাবো।
পথচারী। তোর চোদ্দ পুরুষের ঘাড়ে উঠে আমি ঘাড় ভাঙবো।
৪) ফেভিকুইক
বুলি। আমার বর সারাদিন টো টো করে ঘুরে বেড়ায়। এসে একটু সোফায় বসে, তারপরে আবার বেরিয়ে যায়।
রত্না। সোফাতে ফেভিকুইক লাগিয়ে রাখবি।
৫) টাকার অস্তিত্ব
স্কিম- এর টাকা স্ক্যাম-এ যায়। স্ক্যাম-এর টাকা ফিরে আসে সেই স্কিম-এই। তাই, টাকার আছে অতীত ও ভবিষ্যৎ, কিন্তু নেই কোনো বর্তমান কারণ মানুষের সঞ্চয় শূন্য।
৬) এ যুগে
'এ যুগে সব মেয়ে চাকরি করে, কোনো মেয়ে হাউস ওয়াইফ নয়'।
'কিন্তু এ যুগে হাউস হাসব্যান্ড মেলে প্রচুর'।
গ্রামের একজন মানুষ বললেন,
'দাদা, টেভি-তে বলেছে, ধেয়ে আইছে ঘুগনি ঝড়'।
একজন সাংবাদিক বললেন,
'দাদা, ওটা ঘূর্ণি ঝড়। ঝড়ের সময় আপনি দয়া করে মেলায় ঘুগনি বিক্রি করতে বেরোবেন না'।
'আজ্ঞে, আমে চাষবাস করে'।
২) ছানার ডানলা
ভাগ্নে। ও মামা, আমি ছানার ডালনা খাবো।
মামা। আগে বিয়ে করো, তারপরে ছানা হবে, তারপরে তার ডানলা করে খেও।
৩) রিক্সাওয়ালা ও পথচারী
রিক্সাওয়ালা। দাদা, সরুন সরুন।
পথচারী। আরে ঘাড়ের ওপর দিয়ে রিক্সা নিয়ে যাবে নাকি?
রিক্সাওয়ালা। প্রয়োজনে যাবো।
পথচারী। তোর চোদ্দ পুরুষের ঘাড়ে উঠে আমি ঘাড় ভাঙবো।
৪) ফেভিকুইক
বুলি। আমার বর সারাদিন টো টো করে ঘুরে বেড়ায়। এসে একটু সোফায় বসে, তারপরে আবার বেরিয়ে যায়।
রত্না। সোফাতে ফেভিকুইক লাগিয়ে রাখবি।
৫) টাকার অস্তিত্ব
স্কিম- এর টাকা স্ক্যাম-এ যায়। স্ক্যাম-এর টাকা ফিরে আসে সেই স্কিম-এই। তাই, টাকার আছে অতীত ও ভবিষ্যৎ, কিন্তু নেই কোনো বর্তমান কারণ মানুষের সঞ্চয় শূন্য।
৬) এ যুগে
'এ যুগে সব মেয়ে চাকরি করে, কোনো মেয়ে হাউস ওয়াইফ নয়'।
'কিন্তু এ যুগে হাউস হাসব্যান্ড মেলে প্রচুর'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০২২ভাল লাগল।
-
শ.ম. শহীদ ১৩/১১/২০২২সুন্দর!
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/১১/২০২২সবকটি অসামান্য!
-
ফয়জুল মহী ০৫/১১/২০২২Very funny