বাবার নাম ও অন্যান্য
১) বাবার নাম
'বলতে পারো, পরীক্ষার খাতায় কোন জিনিসটা কেউ ভুল করেও কখনো টুকে লেখে না'?
'আজ্ঞে, বাবার নাম'।
২) শিক্ষক ও অধ্যাপক
অধ্যাপক। আমরা কলেজে পড়াই। স্কুলের শিক্ষকদের থেকে অনেক ওপরে আমাদের স্থান।
শিক্ষক। আমরা বেস তৈরী করি।
অধ্যাপক। তার মানে যারা 'এ বি সি ডি' পড়ায়, তারা আপনাদের থেকেও বড়!
৩) নুন
দোকানদার। নোনতা জিনিসে দু দুটো 'উ' কার দিয়েছেন, ওটা কি আর নোনতা রইলো? আমার দোকানে ওটা মিলবে না।
খদ্দের। দাদা, ভুল করে পড়ে গেছে, মাপ করুন।
দোকানদার। এবার পাবেন।
৪) মহিষাসুর
মহিষাসুর মানে মহিষ রূপী অসুর।
কোনো নির্যাতিতা মজা করে বললো,
'মহিষ নামক শ্বশুর'।
৫) নাম
'তোমার নাম কি'?
'ঋদ্ধিমান'।
'ছেলের নাম কি রাখবে ভাবলে- হিম্যান, স্পাইডারম্যান না শক্তিম্যান'?
'আজ্ঞে, ধৃতিমান'।
৬) পদবি
'দাদা, আপনার নাম'?
'আজ্ঞে, গুরুদাস শূর'।
'দাদা, হাতির শুঁড় না মশার শুঁড়'।
'অভিধানে বানান আলাদা'।
'বলতে পারো, পরীক্ষার খাতায় কোন জিনিসটা কেউ ভুল করেও কখনো টুকে লেখে না'?
'আজ্ঞে, বাবার নাম'।
২) শিক্ষক ও অধ্যাপক
অধ্যাপক। আমরা কলেজে পড়াই। স্কুলের শিক্ষকদের থেকে অনেক ওপরে আমাদের স্থান।
শিক্ষক। আমরা বেস তৈরী করি।
অধ্যাপক। তার মানে যারা 'এ বি সি ডি' পড়ায়, তারা আপনাদের থেকেও বড়!
৩) নুন
দোকানদার। নোনতা জিনিসে দু দুটো 'উ' কার দিয়েছেন, ওটা কি আর নোনতা রইলো? আমার দোকানে ওটা মিলবে না।
খদ্দের। দাদা, ভুল করে পড়ে গেছে, মাপ করুন।
দোকানদার। এবার পাবেন।
৪) মহিষাসুর
মহিষাসুর মানে মহিষ রূপী অসুর।
কোনো নির্যাতিতা মজা করে বললো,
'মহিষ নামক শ্বশুর'।
৫) নাম
'তোমার নাম কি'?
'ঋদ্ধিমান'।
'ছেলের নাম কি রাখবে ভাবলে- হিম্যান, স্পাইডারম্যান না শক্তিম্যান'?
'আজ্ঞে, ধৃতিমান'।
৬) পদবি
'দাদা, আপনার নাম'?
'আজ্ঞে, গুরুদাস শূর'।
'দাদা, হাতির শুঁড় না মশার শুঁড়'।
'অভিধানে বানান আলাদা'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ ৩১/১০/২০২২খুব সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১২/১০/২০২২বেশ মজা পেলাম কবি দা
-
শ.ম. শহীদ ০৮/১০/২০২২চমৎকার কিছু আনন্দ পেলাম।