আধার নম্বর ও অন্যান্য
১) আধার নম্বর
'সারা ভারত ঘুরতে কোনো ভিসা লাগে না'।
'জানি, তবে গলায় ঘন্টাটা দয়া করে বেঁধে যাবেন, যদি কোথাও হারিয়ে যান, ঘণ্টার ধ্বনি শুনে আপনাকে খুঁজে বার করা যাবে'।
'মানে'!
'আধার নম্বর'।
২) সর্দি
'সর্দি বড় ছোঁয়াচে রোগ। গরম চায়ে গার্গল করলে সেরে যায়'।
'দেখবেন চায়ের কাপটা যেন আপনার মত ফ্যাচফ্যাচ করতে না শুরু করে'।
৩) মাছের ঝোল
'তোমার জন্য মাছের ঝুল রান্না করেছি'।
'দেখুন মাসি, ওই যে দেওয়ালের কোণে ঝুলছে, ওটা ঝুল আর এটা ঝোল'।
৪) গার্ডার
বাবা: গার্ডার নিয়ে খেলছিস যে।
ছেলে: ভাবছি গার্ডার দিয়ে মার্ডার করবো।
৫) পেট কমার রহস্য
স্ত্রী: পেটে খোকা ছিল। যা বড় হয়েছিল পেটটা। খোকা আসার পরে সুখ দুঃখ সব সমান হয়ে গেল।
স্বামী: বউ খোকা বিললো আর আমি ডায়েট করলাম, আমারতো কিছুই দেওয়ার নেই! (পেটে হাত বুলাতে বুলাতে)।
৬) লোকাল
স্কুলের উনিয়ন।
ডাক্তার: আমি বিদেশী জিন্স পরি।
ইঞ্জিনিয়ার: আমি লোকাল জিন্স পরি।
চেম্বার।
ডাক্তার: আমি লোকাল অ্যানাসথেসিয়া করে অস্ত্রোপচার করতে চাই।
ইঞ্জিনিয়ার: আমি লোকাল জিন্স পরি বলে বলছেন না তো!
'সারা ভারত ঘুরতে কোনো ভিসা লাগে না'।
'জানি, তবে গলায় ঘন্টাটা দয়া করে বেঁধে যাবেন, যদি কোথাও হারিয়ে যান, ঘণ্টার ধ্বনি শুনে আপনাকে খুঁজে বার করা যাবে'।
'মানে'!
'আধার নম্বর'।
২) সর্দি
'সর্দি বড় ছোঁয়াচে রোগ। গরম চায়ে গার্গল করলে সেরে যায়'।
'দেখবেন চায়ের কাপটা যেন আপনার মত ফ্যাচফ্যাচ করতে না শুরু করে'।
৩) মাছের ঝোল
'তোমার জন্য মাছের ঝুল রান্না করেছি'।
'দেখুন মাসি, ওই যে দেওয়ালের কোণে ঝুলছে, ওটা ঝুল আর এটা ঝোল'।
৪) গার্ডার
বাবা: গার্ডার নিয়ে খেলছিস যে।
ছেলে: ভাবছি গার্ডার দিয়ে মার্ডার করবো।
৫) পেট কমার রহস্য
স্ত্রী: পেটে খোকা ছিল। যা বড় হয়েছিল পেটটা। খোকা আসার পরে সুখ দুঃখ সব সমান হয়ে গেল।
স্বামী: বউ খোকা বিললো আর আমি ডায়েট করলাম, আমারতো কিছুই দেওয়ার নেই! (পেটে হাত বুলাতে বুলাতে)।
৬) লোকাল
স্কুলের উনিয়ন।
ডাক্তার: আমি বিদেশী জিন্স পরি।
ইঞ্জিনিয়ার: আমি লোকাল জিন্স পরি।
চেম্বার।
ডাক্তার: আমি লোকাল অ্যানাসথেসিয়া করে অস্ত্রোপচার করতে চাই।
ইঞ্জিনিয়ার: আমি লোকাল জিন্স পরি বলে বলছেন না তো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০২২বেশ!
-
সেলিম রেজা সাগর ২১/০৮/২০২২দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৮/২০২২বেশ কৌতুক।
-
ফয়জুল মহী ২০/০৮/২০২২Excellent