মাত্র তিন দিন ও অন্যান্য
১) মাত্র তিন দিন
'মনে হয়-
আজ লিখি,
কাল ছাপি
ও পরশু পুরস্কার পাই'।
'তা আবার হয় নাকি!
আজ পাকা দেখা,
কাল বিয়ে
ও পরশু বাচ্চা'!
২) দুই রকম অনুভূতি
রিচা রোজ সকালে ওর মায়ের সঙ্গে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু বিকেলে দারুণ ঝগড়া করে। কেন? ও ওর মাকে মেয়ে এবং পুত্রবধূ, দুই রকমের অনুভূতিই দেয়!
৩) ডিগ্রী
'আপনার ডিগ্রী'?
'আমি বি.কম. পাস'?
'বি.কম. মানে বুদ্ধি কম'।
'আপনার ডিগ্রী'?
'আমি এম.কম. পাস'?
'এম.কম. মানে মাথা কম'।
৪) লুজ
'প্যান্টটা লুজ কর, নয়তো খেতে পারবি না'।
'বেশি লুজ করলে লুজ মোশন হয়ে যাবে'।
৫) ভ্যারি
কথায় বলে: ম্যান টু ম্যান ভ্যারি করে।
কেন ওম্যান টু ওম্যান ভ্যারি করে না?
সব মেয়ে এক, মায়ের জাতি।
'মনে হয়-
আজ লিখি,
কাল ছাপি
ও পরশু পুরস্কার পাই'।
'তা আবার হয় নাকি!
আজ পাকা দেখা,
কাল বিয়ে
ও পরশু বাচ্চা'!
২) দুই রকম অনুভূতি
রিচা রোজ সকালে ওর মায়ের সঙ্গে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু বিকেলে দারুণ ঝগড়া করে। কেন? ও ওর মাকে মেয়ে এবং পুত্রবধূ, দুই রকমের অনুভূতিই দেয়!
৩) ডিগ্রী
'আপনার ডিগ্রী'?
'আমি বি.কম. পাস'?
'বি.কম. মানে বুদ্ধি কম'।
'আপনার ডিগ্রী'?
'আমি এম.কম. পাস'?
'এম.কম. মানে মাথা কম'।
৪) লুজ
'প্যান্টটা লুজ কর, নয়তো খেতে পারবি না'।
'বেশি লুজ করলে লুজ মোশন হয়ে যাবে'।
৫) ভ্যারি
কথায় বলে: ম্যান টু ম্যান ভ্যারি করে।
কেন ওম্যান টু ওম্যান ভ্যারি করে না?
সব মেয়ে এক, মায়ের জাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ ৩১/১০/২০২২সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৫/২০২২সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ২৯/০৫/২০২২বেশ ভাবনারময়
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৫/২০২২প্রাণ আছে প্রতিটি লেখার!
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৫/২০২২বাঃ, ভালো লাগল।
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৫/২০২২বেশ মজাদার