কাঁকিনাড়া ও অন্যান্য
১) কাঁকিনাড়া
'আপনি থাকেন কোথায়'?
'বাছুরডোবা'।
'বাবা, বাছুরের নামে ডোবার নাম, নিশ্চয় রাজার বাছুর'!
'হা হা, আপনার বাড়ি কোথায়'?
'কাঁকিনাড়া'।
'আপনার কাকার স্ত্রী কী আপনাদের সংসারে এসে নাড়া দেয়'!
২) চবনপ্রাশ
স্যার। বর্ষার বারিধারায় ব্যাঙেরা বাবুদের বাগানে বসে বকে।
ছাত্র। ব-এর চবনপ্রাশ।
স্যার। গাধা, ওটা চবনপ্রাশ নয়, অনুপ্রাস।
৩) কারেন্ট
'বাবা, জলে কী কারেন্ট, দাঁড়াতেই পারছি না'।
গঙ্গায় নেমে একজন বলল।
সাথে সাথে আরেকজনের গলার আওয়াজ ভেসে এল,
'এসি না ডিসি'!
৪) পেট খারাপ
ছোট বেলায় পেট খারাপ হলে নেওপেপ্টিন ড্রপ খেতাম।
কৈশোরে পেট খারাপ হলে এন্টারোকুইনোল খেতাম।
যৌবনে পেট খারাপ হলে এরিস্টোজাইম খেতাম।
মধ্য বয়সে পেট খারাপ হলে নরমেট্রোজিল খেতাম।
এখন বুড়ো বয়সে পেট খারাপ হলে ওটু খাই।
এর থেকে কী প্রমাণ হয়?
পেটুক মন সময়ের সাথে বদলায় না,
মানুষের চরিত্র বদলালেও।
৫) ব্যায়াম
স্যার। স্ট্রেচ করুন। স্ট্রেচ করুন।
ছাত্রী। কত স্ট্রেচ করবো স্যার, এবার তো কোমর খুলে বেরিয়ে আসবে, এখনও বিয়ে হয়নি !
'আপনি থাকেন কোথায়'?
'বাছুরডোবা'।
'বাবা, বাছুরের নামে ডোবার নাম, নিশ্চয় রাজার বাছুর'!
'হা হা, আপনার বাড়ি কোথায়'?
'কাঁকিনাড়া'।
'আপনার কাকার স্ত্রী কী আপনাদের সংসারে এসে নাড়া দেয়'!
২) চবনপ্রাশ
স্যার। বর্ষার বারিধারায় ব্যাঙেরা বাবুদের বাগানে বসে বকে।
ছাত্র। ব-এর চবনপ্রাশ।
স্যার। গাধা, ওটা চবনপ্রাশ নয়, অনুপ্রাস।
৩) কারেন্ট
'বাবা, জলে কী কারেন্ট, দাঁড়াতেই পারছি না'।
গঙ্গায় নেমে একজন বলল।
সাথে সাথে আরেকজনের গলার আওয়াজ ভেসে এল,
'এসি না ডিসি'!
৪) পেট খারাপ
ছোট বেলায় পেট খারাপ হলে নেওপেপ্টিন ড্রপ খেতাম।
কৈশোরে পেট খারাপ হলে এন্টারোকুইনোল খেতাম।
যৌবনে পেট খারাপ হলে এরিস্টোজাইম খেতাম।
মধ্য বয়সে পেট খারাপ হলে নরমেট্রোজিল খেতাম।
এখন বুড়ো বয়সে পেট খারাপ হলে ওটু খাই।
এর থেকে কী প্রমাণ হয়?
পেটুক মন সময়ের সাথে বদলায় না,
মানুষের চরিত্র বদলালেও।
৫) ব্যায়াম
স্যার। স্ট্রেচ করুন। স্ট্রেচ করুন।
ছাত্রী। কত স্ট্রেচ করবো স্যার, এবার তো কোমর খুলে বেরিয়ে আসবে, এখনও বিয়ে হয়নি !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৮/১২/২০২৪সবগুলোই মজার ছিল।
-
আলমগীর সরকার লিটন ২৩/০৫/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৫/২০২২শেষেরটায় বেশ হাসলাম।
-
আব্দুর রহমান আনসারী ২১/০৫/২০২২বেশ মজাদার
-
ফয়জুল মহী ২১/০৫/২০২২Very funny