বিপত্তারিণী ও অন্যান্য
১) বিপত্তারিণী
'তোমার বৌ দেখবে রূপে লক্ষ্মী ও গুণে সরস্বরী হবে'।
'আমার বিপত্তারিণী চাই, যে আমাকে সকল বিপদ আপদ থেকে সদা রক্ষা করবে'।
২) গাধার বাচ্চা
বাবা। তুই না গাধা ছেলে কোথাকার।
ছেলে। বাবা, আমি গাধা নই, গাধার বাচ্চা।
৩) বুদ্ধি বাড়ে
বহু লোকের চোর পালালে বুদ্ধি বাড়ে। কারো কারো আবার বৌ পালালে বুদ্ধি বাড়ে।
৪) প্যাথি
ডাক্তারবাবু। আমার বাবা হোমিওপ্যাথি, আমি অ্যালোপ্যাথি।
রোগী। এর মানে, আপনার বাবা এন্টিপ্যাথি ও আপনি সিমপ্যাথি।
৫) মা ও বাবা
সীতা বড় জেঠিকে বড় মা বলে, মেজ জেঠিকে মেজ মা বলে, সেজ জেঠিকে সেজ মা বলে, ও নিজের মা-কে কেবল মা বলে। বড় জ্যেঠু-কে বড় জ্যেঠুই বলে। মেজ জ্যেঠু-কে মেজ জ্যেঠুই বলে। সেজ জ্যেঠু-কে সেজ জ্যেঠুই বলে। বড় বাবা, সেজ বাবা ও মেজ বাবা কখনও বলে না। এর থেকে কী প্রমাণ হয়? সব নারীই মা, কিন্তু বাবা একটাই।
৬) প্রেমের গান
ছেলেটা দারুণ একটা প্রেমের গান গাইল।
কেউ বললো, 'বারান্দায় দাঁড়িয়ে যাকে দেখবি, সে এসে তোর কাছে ধরা দেবে'।
'কেউ তালি মারতে মারতেও কাছে আসতে পারে'।
৭) প্রিয় লেখক
'প্রিয় লেখক কে'?
'শরৎ বাবু'।
'নাচ দেখতে যাও নাকি'?
'আজ্ঞে, টিভি-তে দেখি, ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার বাট নেভার ক্যারেক্টারলেস'।
৮) নতুন কমোড
'আমাদের বাথরুমে নতুন কমোড বসেছে'।
'তাহলে দেরি কেন, শাঁক বাজিয়ে উদ্বোধন করো'।
৯) আঁচল
মেয়েটি সামনে আঁচল দিয়ে শাড়ি পরেছে। বিয়ে বাড়ির সাজ। ওকে দেখে আরেকটি মেয়ে দু দিকে ওড়না ঝুলিয়েছে আর বলছে, 'আমার সামনে আঁচল, পিছনে আঁচল'।
'তোমার বৌ দেখবে রূপে লক্ষ্মী ও গুণে সরস্বরী হবে'।
'আমার বিপত্তারিণী চাই, যে আমাকে সকল বিপদ আপদ থেকে সদা রক্ষা করবে'।
২) গাধার বাচ্চা
বাবা। তুই না গাধা ছেলে কোথাকার।
ছেলে। বাবা, আমি গাধা নই, গাধার বাচ্চা।
৩) বুদ্ধি বাড়ে
বহু লোকের চোর পালালে বুদ্ধি বাড়ে। কারো কারো আবার বৌ পালালে বুদ্ধি বাড়ে।
৪) প্যাথি
ডাক্তারবাবু। আমার বাবা হোমিওপ্যাথি, আমি অ্যালোপ্যাথি।
রোগী। এর মানে, আপনার বাবা এন্টিপ্যাথি ও আপনি সিমপ্যাথি।
৫) মা ও বাবা
সীতা বড় জেঠিকে বড় মা বলে, মেজ জেঠিকে মেজ মা বলে, সেজ জেঠিকে সেজ মা বলে, ও নিজের মা-কে কেবল মা বলে। বড় জ্যেঠু-কে বড় জ্যেঠুই বলে। মেজ জ্যেঠু-কে মেজ জ্যেঠুই বলে। সেজ জ্যেঠু-কে সেজ জ্যেঠুই বলে। বড় বাবা, সেজ বাবা ও মেজ বাবা কখনও বলে না। এর থেকে কী প্রমাণ হয়? সব নারীই মা, কিন্তু বাবা একটাই।
৬) প্রেমের গান
ছেলেটা দারুণ একটা প্রেমের গান গাইল।
কেউ বললো, 'বারান্দায় দাঁড়িয়ে যাকে দেখবি, সে এসে তোর কাছে ধরা দেবে'।
'কেউ তালি মারতে মারতেও কাছে আসতে পারে'।
৭) প্রিয় লেখক
'প্রিয় লেখক কে'?
'শরৎ বাবু'।
'নাচ দেখতে যাও নাকি'?
'আজ্ঞে, টিভি-তে দেখি, ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার বাট নেভার ক্যারেক্টারলেস'।
৮) নতুন কমোড
'আমাদের বাথরুমে নতুন কমোড বসেছে'।
'তাহলে দেরি কেন, শাঁক বাজিয়ে উদ্বোধন করো'।
৯) আঁচল
মেয়েটি সামনে আঁচল দিয়ে শাড়ি পরেছে। বিয়ে বাড়ির সাজ। ওকে দেখে আরেকটি মেয়ে দু দিকে ওড়না ঝুলিয়েছে আর বলছে, 'আমার সামনে আঁচল, পিছনে আঁচল'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৫/২০২২ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৫/২০২২হাসলাম।
-
ফয়জুল মহী ০৯/০৫/২০২২খুব ভাল লাগলো