কম্পাস
মানুষ পথ ভোলে
কিন্তু জীবন পথ ভোলে না।
পশুদের ক্ষেত্রে আলাদা।
তারা পথ ভুলতে না চাইলেও,
জীবন তাদের ভুল পথে নিয়ে যায়-
পাশবিকতার পথ।
তাই, মানুষ আবিষ্কার করলো কম্পাস।
সময়ের কাঁটার সাথে মিলে গেল দিকের কাঁটা।
ব্যাস, জীবন চললো সময়ের গতিতে,
সময়ের পথ দিয়ে।
মানুষ এগিয়ে গেল, পশু গেল পিছিয়ে।
কিন্তু জীবন পথ ভোলে না।
পশুদের ক্ষেত্রে আলাদা।
তারা পথ ভুলতে না চাইলেও,
জীবন তাদের ভুল পথে নিয়ে যায়-
পাশবিকতার পথ।
তাই, মানুষ আবিষ্কার করলো কম্পাস।
সময়ের কাঁটার সাথে মিলে গেল দিকের কাঁটা।
ব্যাস, জীবন চললো সময়ের গতিতে,
সময়ের পথ দিয়ে।
মানুষ এগিয়ে গেল, পশু গেল পিছিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৩/০৫/২০২২Vinno rokom vabna
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২২Excellent
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৫/২০২২বেশ সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০২২ভাল লাগল।
-
আলমগীর সরকার লিটন ০৮/০৫/২০২২বেশ ভাবনাময় কবি দা
-
কবি অন্তর চন্দ্র ০৮/০৫/২০২২Voloi