পিরামিড
'ওদের তাঁবু গুলোতে আগুন লাগিয়ে দাও।
ওরা বাঁচার দায়ে এই মিনারে এসে আশ্রয় নেবে।
তারপর বাইরে থেকে মিনারের দরজা বন্ধ করে দাও।
ব্যাস! কেল্লাফতে'!
ঠিক তাই হল।
নায়কের ন্যায়বিচারে নিরীহের নিপাত।
এটাই সভ্যতা।
যুগ যুগ ধরে চলছিল ব্যাভিচার।
পিরামিড সাক্ষী।
হঠাৎ একদিন ভোর রাতে
মিনারের দরজা ভেঙে বেরিয়ে এল নিরীহ মানুষ,
বললো, 'আসুন রাজা আপনাকে বন্দি করি'।
এবার রাজা পালাবে কোথায়!
ওরা বাঁচার দায়ে এই মিনারে এসে আশ্রয় নেবে।
তারপর বাইরে থেকে মিনারের দরজা বন্ধ করে দাও।
ব্যাস! কেল্লাফতে'!
ঠিক তাই হল।
নায়কের ন্যায়বিচারে নিরীহের নিপাত।
এটাই সভ্যতা।
যুগ যুগ ধরে চলছিল ব্যাভিচার।
পিরামিড সাক্ষী।
হঠাৎ একদিন ভোর রাতে
মিনারের দরজা ভেঙে বেরিয়ে এল নিরীহ মানুষ,
বললো, 'আসুন রাজা আপনাকে বন্দি করি'।
এবার রাজা পালাবে কোথায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২২Excellent written
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৫/২০২২অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০২২বাঃ! সুন্দর!