www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাতঘড়ি ও অন্যান্য

১) হাতঘড়ি

রাধার স্বামী ইঞ্জিনিয়ার। ও ডান হাতে ঘড়ি পরে ঘুরছে আর কেতা মারছে। কেউ একজন বললো, 'বর ডাক্তার হলে ও ঘড়িটা গলায় ঝুলিয়ে ঘুরতো'। সাথে সাথে আরেকজন যোগদান করলো, 'ওর বর যদি বিজ্ঞানী হতো, তাহলে ও একটা ঘড়ির দোকান খুলে বসতো'।

২) সিনেমা হল

'আমি রেডিও চালিয়ে পড়াশুনা করি'।
'বাপ্ রে ! ক্লাস টু-তে রেডিও চালিয়ে পড়িস, তাহলে ক্লাস টেন-এ সিনেমা হল-এ বসে পড়বি'!

৩) পয়সা নেওয়ার কৌশল

'দাদা, আমি পিছন কেটে পয়সা নিই'।
'লোকে গলা কাটে, লোকে পেট কাটে, লোকে পকেটও কাটে, পিছন কাটার মানে'?
'পাইলস ও ফিস্টুলা অপারেশন করি'।

৪) গোলাপ

বিশ্ব প্রেম দিবসের দিনে গোপালকে গোলাপ দেওয়ার সময় লক্ষ্মী বললো, 'গোলাপ, এই নাও তোমার গোপাল'!

৫) সিরিয়াল

'টিভি-তে কী সিরিয়াল হচ্ছে'?
'বিঘ্নহর্তা গণেশ'।
'কী বললে, বেগুন ভর্তা গনেশ'!
'বেগুন ভর্তা নয়, বিঘ্নহর্তা গনেশ'।

৬) স্কয়ার ফিট

'ছেলের কত স্কয়ার ফিট-এর ফ্ল্যাট? মেয়ের বাবার তিন তলা বাড়ি আছে'।
'আপনারা স্কয়ার ফিট-এর সাথে মেয়ের বিয়ে দেবেন, না মানুষের সাথে মেয়ের বিয়ে দেবেন'?
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast