টাটকা ও বাসি ও অন্যান্য
১) টাটকা ও বাসি
'ইলিশ গুলো পুরো মরা'।
'ইলিশ মরাই খায়। জ্যান্ত ইলিশ খায় বলে তো শুনিনি'।
'মরা দুই প্রকার, টাটকা ও বাসি। এগুলো সব বাসি মরা'।
'মানে'?
'বহুযুগ আগে জালে আটকা পড়েছিল।
সদ্য ধরা নয়'।
'বুঝলাম'।
২) খাটে ওঠা
স্ত্রী। ঘর মুছেছে। মাড়িও না।
স্বামী। তাহলে খাটে উঠবো কীভাবে?
স্ত্রী। এক লাফে।
স্বামী। আমি কী ক্যাঙ্গারুর বাচ্চা যে এক লাফে খাটে উঠবো!
৩) বৌ
'তোর বৌ সারাদিন শাঁখা সিঁদুর পরে ঘরে বসে থাকে। একেবারে সেকেলে বৌ'।
'তোর বৌ টো টো করে সারাদিন বাইরে ঘুরে বেড়ায়। এক কথায় সর্বজনীন'।
৪) ওজন
'আমার ওজন তিন মাসে নব্বই কিলো থেকে কমে বাহাত্তর কিলো হয়েছে'।
'ওজন লেয়ার ডেপ্লিশন'।
৫) জল
কথায় বলে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
ঘরের ওই কোণে তুমি গরম জল ত্যাগ করো,
সেটা নদী হয়ে বইতে বইতে ঘরের এই কোণে পৌঁছে যাবে!
'ইলিশ গুলো পুরো মরা'।
'ইলিশ মরাই খায়। জ্যান্ত ইলিশ খায় বলে তো শুনিনি'।
'মরা দুই প্রকার, টাটকা ও বাসি। এগুলো সব বাসি মরা'।
'মানে'?
'বহুযুগ আগে জালে আটকা পড়েছিল।
সদ্য ধরা নয়'।
'বুঝলাম'।
২) খাটে ওঠা
স্ত্রী। ঘর মুছেছে। মাড়িও না।
স্বামী। তাহলে খাটে উঠবো কীভাবে?
স্ত্রী। এক লাফে।
স্বামী। আমি কী ক্যাঙ্গারুর বাচ্চা যে এক লাফে খাটে উঠবো!
৩) বৌ
'তোর বৌ সারাদিন শাঁখা সিঁদুর পরে ঘরে বসে থাকে। একেবারে সেকেলে বৌ'।
'তোর বৌ টো টো করে সারাদিন বাইরে ঘুরে বেড়ায়। এক কথায় সর্বজনীন'।
৪) ওজন
'আমার ওজন তিন মাসে নব্বই কিলো থেকে কমে বাহাত্তর কিলো হয়েছে'।
'ওজন লেয়ার ডেপ্লিশন'।
৫) জল
কথায় বলে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
ঘরের ওই কোণে তুমি গরম জল ত্যাগ করো,
সেটা নদী হয়ে বইতে বইতে ঘরের এই কোণে পৌঁছে যাবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৪/২০২২রসালো স্বাদ!
-
আলমগীর সরকার লিটন ২৪/০৪/২০২২চমৎকার কবি দা
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০২২বেশ!
-
ফয়জুল মহী ২২/০৪/২০২২অসাধারণ লিখনি মনোমুগ্ধকর
-
আব্দুর রহমান আনসারী ২২/০৪/২০২২মুগ্ধকর