যারা ভগবান মানে না
যারা ভগবান মানে না,
তারা মানুষ নয়- দানব।
মানুষ মেনে চলে, দানব কিছুই মানে না।
হাসপাতালে
ডাক্তারের মৃত্যু,
নার্সের মৃত্য,
রোগীর মৃত্যু...
বোমার আঘাতে !
এক কথায় সেবার মৃত্যু !
ইস্কুলে
শিক্ষক শিক্ষিকার মৃত্যু,
ছাত্রছাত্রীর মৃত্যু...
এক কথায় জ্ঞানের মৃত্যু !
নারী দিবস মানে অথচ মাতৃভাব মানে না-
পুরুষবিহীন নারীর মৃত্যু।
সব পুরুষই আজ যুদ্ধে-
বেঁচে ফেরার আশা নেই।
যে মা, তার সন্তান হারানোর ভয়।
যে নারী, তার সম্ভ্রম হারানোর ভয়।
এক কথায় সভ্যতার মৃত্যু !
মায়ের কোলে শিশু মৃত্যু !
এক কথায় অস্তিত্বের মৃত্যু !
তারা মানুষ নয়- দানব।
মানুষ মেনে চলে, দানব কিছুই মানে না।
হাসপাতালে
ডাক্তারের মৃত্যু,
নার্সের মৃত্য,
রোগীর মৃত্যু...
বোমার আঘাতে !
এক কথায় সেবার মৃত্যু !
ইস্কুলে
শিক্ষক শিক্ষিকার মৃত্যু,
ছাত্রছাত্রীর মৃত্যু...
এক কথায় জ্ঞানের মৃত্যু !
নারী দিবস মানে অথচ মাতৃভাব মানে না-
পুরুষবিহীন নারীর মৃত্যু।
সব পুরুষই আজ যুদ্ধে-
বেঁচে ফেরার আশা নেই।
যে মা, তার সন্তান হারানোর ভয়।
যে নারী, তার সম্ভ্রম হারানোর ভয়।
এক কথায় সভ্যতার মৃত্যু !
মায়ের কোলে শিশু মৃত্যু !
এক কথায় অস্তিত্বের মৃত্যু !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০২২
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৩/২০২২আন্তরিক উচ্চারণে সুন্দর মানবতাবাদী কবিতা!
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২২মনের অনুভূতির নিখুঁত প্রকাশ,
খুব ভালো লাগলো। -
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০২২সুন্দর!
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২২এভাবে অস্তিত্বের মৃত্যু হলে কথায় গিয়ে দাঁড়াবো
ক্ষমতাই একমাত্র কাজ হয় না----------- -
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২চমৎকার লেখনী
অসাধারণ লিখেছেন কবি।