স্যালিকল ও অন্যান্য
১) স্যালিকল
'বেগুন ভাজা খেলে ভীষণ মুখ চুলকায়'।
'বেগুন ভাজা গুলো স্যালিকল দিয়ে ভালো ভাবে মাখিয়ে তারপরে খাও'।
২) সুগার
স্ত্রী। বাচ্চা হওয়ার সময় আমার সুগার হয়েছিল।
স্বামী (ভুঁড়িতে হাত বুলাতে বুলাতে)। আমারও সুগার আছে, তবে অন্য কারণে।
৩) ভ্রু প্লাক
'ভ্রু প্লাক করার সময় নাইনটি ডিগ্রি এঙ্গেলে ভ্রু তুলতে হয়'।
বলতে বলতে সুতোটা ভদ্রমহিলার হাত থেকে পড়ে গেল।
খরিদ্দার বলল, 'সুতোটা একশ আশি ডিগ্রি এঙ্গেলে ঘুরে খুঁজে আনুন'।
৪) আঁতেল
রান্না ঘরের মেঝেতে সরষের তেল পড়ে ছিল। তাই দিয়ে চন্দ্রবিন্দুর গান শুনতে শুনতে ছেলেটা 'আ' লিখেছে।
৫) ধর্মশালা
'ইনি কে'?
'আজ্ঞে, ধর্মশালা'।
'ধর্মকে গাল দিলে'!
'না, ধর্ম পত্নীর ভাইকে বোঝালাম'।
৬) বাচ্চা কুকুর
বাবা। বেলা গড়িয়ে যাচ্ছে, এবার গা ঝাড়া দিয়ে ওঠ।
ছেলে। আমি কী বাচ্চা কুকুর যে গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠব!
৭) তারা গোণা
'দিনের বেলায় বাসের জানলা দিয়ে মাথা বার করে ওপরের দিকে তাকিয়ে কী দেখছেন'?
'দাদা, আকাশের তারা গুণছি'।
৮) ঘরে বসে
'তুই সারা দিন ঘরে বসে থাকিস, দেখবি তোর বউ বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াবে'।
'ঘরে বসে অনেক দূর যাওয়া যায়'।
৯) জনমত
'আমি জনমত তৈরী করছি'।
'কেমন'?
'এই আজ আপনাকে বন্ধু করলাম, কাল ওকে করবো, পরশু তাকে।
আমার কথা বলে আপনারাও বন্ধুর সংখ্যা বাড়াবেন'।
'এতো এমওয়ে-র ব্যবসার মতো'।
১০) সেকেন্ড হ্যান্ড
এক হাত ঘুরে এলেও সেকেন্ড হ্যান্ড। দশ হাত ঘুরে এলেও সেকেন্ড হ্যান্ড।
থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফ্থ হ্যান্ড...বলে কিছু হয় না। কেন বলুন তো ?
হাত দুটোই।
'বেগুন ভাজা খেলে ভীষণ মুখ চুলকায়'।
'বেগুন ভাজা গুলো স্যালিকল দিয়ে ভালো ভাবে মাখিয়ে তারপরে খাও'।
২) সুগার
স্ত্রী। বাচ্চা হওয়ার সময় আমার সুগার হয়েছিল।
স্বামী (ভুঁড়িতে হাত বুলাতে বুলাতে)। আমারও সুগার আছে, তবে অন্য কারণে।
৩) ভ্রু প্লাক
'ভ্রু প্লাক করার সময় নাইনটি ডিগ্রি এঙ্গেলে ভ্রু তুলতে হয়'।
বলতে বলতে সুতোটা ভদ্রমহিলার হাত থেকে পড়ে গেল।
খরিদ্দার বলল, 'সুতোটা একশ আশি ডিগ্রি এঙ্গেলে ঘুরে খুঁজে আনুন'।
৪) আঁতেল
রান্না ঘরের মেঝেতে সরষের তেল পড়ে ছিল। তাই দিয়ে চন্দ্রবিন্দুর গান শুনতে শুনতে ছেলেটা 'আ' লিখেছে।
৫) ধর্মশালা
'ইনি কে'?
'আজ্ঞে, ধর্মশালা'।
'ধর্মকে গাল দিলে'!
'না, ধর্ম পত্নীর ভাইকে বোঝালাম'।
৬) বাচ্চা কুকুর
বাবা। বেলা গড়িয়ে যাচ্ছে, এবার গা ঝাড়া দিয়ে ওঠ।
ছেলে। আমি কী বাচ্চা কুকুর যে গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠব!
৭) তারা গোণা
'দিনের বেলায় বাসের জানলা দিয়ে মাথা বার করে ওপরের দিকে তাকিয়ে কী দেখছেন'?
'দাদা, আকাশের তারা গুণছি'।
৮) ঘরে বসে
'তুই সারা দিন ঘরে বসে থাকিস, দেখবি তোর বউ বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াবে'।
'ঘরে বসে অনেক দূর যাওয়া যায়'।
৯) জনমত
'আমি জনমত তৈরী করছি'।
'কেমন'?
'এই আজ আপনাকে বন্ধু করলাম, কাল ওকে করবো, পরশু তাকে।
আমার কথা বলে আপনারাও বন্ধুর সংখ্যা বাড়াবেন'।
'এতো এমওয়ে-র ব্যবসার মতো'।
১০) সেকেন্ড হ্যান্ড
এক হাত ঘুরে এলেও সেকেন্ড হ্যান্ড। দশ হাত ঘুরে এলেও সেকেন্ড হ্যান্ড।
থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফ্থ হ্যান্ড...বলে কিছু হয় না। কেন বলুন তো ?
হাত দুটোই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ২৭/০৩/২০২২
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৩/২০২২হাসির বক্স। হা হা হা, সুন্দর হয়েছে।
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২২অসাধারণ অনুভূতির প্রকাশ কবি শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৩/২০২২সবকটি অতুলণীয়।
অশেষ মুগ্ধতা রেখে গেলাম! -
সাইয়িদ রফিকুল হক ২৫/০৩/২০২২বাঃ, মজার বিষয়।
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৩/২০২২কৌতুক! কৌতুক!
বেশ ভালো সবটুকু!
Please visite to YouTube channel : http://bitly.ws/pf7Y, http://bitly.ws/pf87
facebook link: http://bitly.ws/pf98