যুদ্ধে প্রেম
'আমার দেশের উড়ান এসে গেছে।
তোমার দেশের উড়ান কখন আসবে'?
'জানি না'।
'ক্ষমা করো।
আমার দেশের উড়ানে তোমাকে উঠতে দেবে না'।
'কোনও প্রয়োজন নেই।
সব দেশই স্বার্থপর,
মানুষ স্বার্থপর বলে।
প্রেম যুদ্ধবিরোধী,
তাই কেবল প্রেমই শ্বাশত'।
'দেশ সবার ঊর্ধে'।
'নারীর কাছে প্রেম বড়,
পুরুষের কাছে দেশ'।
তোমার দেশের উড়ান কখন আসবে'?
'জানি না'।
'ক্ষমা করো।
আমার দেশের উড়ানে তোমাকে উঠতে দেবে না'।
'কোনও প্রয়োজন নেই।
সব দেশই স্বার্থপর,
মানুষ স্বার্থপর বলে।
প্রেম যুদ্ধবিরোধী,
তাই কেবল প্রেমই শ্বাশত'।
'দেশ সবার ঊর্ধে'।
'নারীর কাছে প্রেম বড়,
পুরুষের কাছে দেশ'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৮/০৩/২০২২চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৩/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৩/২০২২সুনিপুন সৃজনশীল প্রকাশ : চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৩/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৩/২০২২সুন্দর আখ্যান