পোষ্য
মালিক একা ফেলে রেখে চলে গেল।
বললো, 'যুদ্ধ লেগেছে'।
আচ্ছা বলুন, আমার জীবনের কী কোনও দাম নেই !
একদল মানুষ মানুষ মারছে।
আরেক দল মানুষ বাঁচার তাগিদে
আমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে যাচ্ছে।
অসভ্য পশু যুদ্ধ করে পেটের দায়ে,
কিন্তু সভ্য মানুষ যুদ্ধ করে ক্ষমতা ও টাকার লোভে।
আমার মাত্র দু বছর বয়স।
দু বছর ধরে এই মালিককেই মা বাবা ভেবেছি।
যদি মানুষের বাচ্চা হোতাম, তাহলে হয়ত এমন হতো না!
বললো, 'যুদ্ধ লেগেছে'।
আচ্ছা বলুন, আমার জীবনের কী কোনও দাম নেই !
একদল মানুষ মানুষ মারছে।
আরেক দল মানুষ বাঁচার তাগিদে
আমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে যাচ্ছে।
অসভ্য পশু যুদ্ধ করে পেটের দায়ে,
কিন্তু সভ্য মানুষ যুদ্ধ করে ক্ষমতা ও টাকার লোভে।
আমার মাত্র দু বছর বয়স।
দু বছর ধরে এই মালিককেই মা বাবা ভেবেছি।
যদি মানুষের বাচ্চা হোতাম, তাহলে হয়ত এমন হতো না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৩/২০২২বেশ বলেছেন প্রিয় কবি!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৩/২০২২সুন্দর ভাবনা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৩/২০২২তবুও যুদ্ধ লেগে আছে ঘরে বাইরে দেশে বিদেশে।
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২২সমৃদ্ধ হলাম লেখাটা পড়ে।
-
অভিজিৎ হালদার ০৭/০৩/২০২২ভালো ভাবনার লেখনী
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৩/২০২২খুবই সুন্দর
-
মোঃ বুলবুল হোসেন ০৭/০৩/২০২২চমৎকার