বন্দি
এটা কোনও জেলখানা নয়
শরণার্থীর আশ্রয় স্থল
ক্ষমতার বলি
হিংসার বলি
নেই খাবার
নেই জল
মাইনাস চার
তার কোনও পাপ নেই
সে গেছে লেখাপড়া শিখতে
অশিক্ষিতর লোভে এই যুদ্ধ
শিক্ষার মৃত্যু
পাঠকের যন্ত্রণা
বাড়ি ফেরা হবে তো
মা বাবা আধ মরা
সন্তান বাঁচবে তো
শরণার্থীর আশ্রয় স্থল
ক্ষমতার বলি
হিংসার বলি
নেই খাবার
নেই জল
মাইনাস চার
তার কোনও পাপ নেই
সে গেছে লেখাপড়া শিখতে
অশিক্ষিতর লোভে এই যুদ্ধ
শিক্ষার মৃত্যু
পাঠকের যন্ত্রণা
বাড়ি ফেরা হবে তো
মা বাবা আধ মরা
সন্তান বাঁচবে তো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৩/২০২২ভাবনার বিষয়।
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৩/২০২২দুর্দান্ত আন্তরিক উচ্চারণ।
-
ফয়জুল মহী ০২/০৩/২০২২অসাধারণ ভাবনার প্রকাশ
পড়ে মুগ্ধ হলাম। -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৩/২০২২সুন্দর কবিতা, কিন্তু কবি লেখা শেষে কিংবা অর্থ বুঝাতে দাড়ি, কমা দেয়া বাঞ্চনীয়। ধন্যবাদ।
-
আব্দুর রহমান আনসারী ০২/০৩/২০২২বেশ ভালো