আমার মেয়ের বিয়ে
মেয়ে স্বাবলম্বী হয়েও নিস্তার নেই।
মেয়ে বড় চাকরি করলেও,
সমাজ প্রশ্ন তুলবে-
যতক্ষণ না কোনও সুযোগ্য পাত্র তার দায়িত্ব নিচ্ছে।
কেন কোনও স্বাবলম্বী মেয়ে
কোনও বেকার ছেলের দায়িত্ব নিতে পারে না?
সমাজ কবে তুলবে এই প্রশ্ন?
এখন অনেক ঘরে মেয়েরাই সংসার চালায়,
তারা প্রকৃত স্বাবলম্বী- তবে হাতে গোণা।
এখানেও সমাজ প্রশ্ন তোলে,
এই রকম অযোগ্য ছেলের সাথে কেন বিয়ে হল?
মেয়ে বড় চাকরি করলেও,
সমাজ প্রশ্ন তুলবে-
যতক্ষণ না কোনও সুযোগ্য পাত্র তার দায়িত্ব নিচ্ছে।
কেন কোনও স্বাবলম্বী মেয়ে
কোনও বেকার ছেলের দায়িত্ব নিতে পারে না?
সমাজ কবে তুলবে এই প্রশ্ন?
এখন অনেক ঘরে মেয়েরাই সংসার চালায়,
তারা প্রকৃত স্বাবলম্বী- তবে হাতে গোণা।
এখানেও সমাজ প্রশ্ন তোলে,
এই রকম অযোগ্য ছেলের সাথে কেন বিয়ে হল?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২চমৎকার। সমাজ চেতনায় ভরপুর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২২চমৎকার
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০২/২০২২বাস্তব সম্মত প্রশ্ন। কাব্যিক ভাবনা চমৎকার।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২২অসাধারণ লিখেছেন,
একরাশ মুগ্ধতা রেখে গেলাম। -
অভিজিৎ হালদার ২৩/০২/২০২২বাস্তবের মেলবন্ধন
-
শুভজিৎ বিশ্বাস ২৩/০২/২০২২মেয়েরা কতটা স্বাধীন !