আত্মউপলব্ধি
মানুষ কখন বড় হয়?
উত্তরটা খুবই সোজা
কিন্তু পথ কঠিন।
'যখন সে নিজেকে চিনতে পারে'।
কিন্তু কীভাবে চিনবে?
ধ্যানে বসে?
আয়নার সামনে দাঁড়িয়ে?
নিজের সাথে কথা বলে?
না।
তবে?
সময়ে অসময়ে নিজের ভুল শুধরে।
তবে ইচ্ছাকৃত ভুল কখনোই শুধরানো যায় না।
উত্তরটা খুবই সোজা
কিন্তু পথ কঠিন।
'যখন সে নিজেকে চিনতে পারে'।
কিন্তু কীভাবে চিনবে?
ধ্যানে বসে?
আয়নার সামনে দাঁড়িয়ে?
নিজের সাথে কথা বলে?
না।
তবে?
সময়ে অসময়ে নিজের ভুল শুধরে।
তবে ইচ্ছাকৃত ভুল কখনোই শুধরানো যায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৩/২০২২ভালো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/০২/২০২২অসাধারণ বিষয়ের অবতারণা করেছেন।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০২/২০২২নিজেকে চেনা
দুনিয়াতে সবচে’ কঠিন কাজ। -
ন্যান্সি দেওয়ান ০৭/০২/২০২২Very Nice
-
ফয়জুল মহী ০৭/০২/২০২২সুন্দর অনুভূতির মাধুর্যতায় অনুপম প্রকাশ।
-
Md. Rayhan Kazi ০৭/০২/২০২২অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ০৭/০২/২০২২খুব সুন্দর অনুভব