ফুল বডি ম্যাসাজ ও অন্যান্য
১) ফুল বডি ম্যাসাজ
স্ত্রী। আমি চাকরি করে পুরো সংসার টানবো। তোমাকে ঘরের সব কাজ করতে হবে।
স্বামী। আমি রাজি।
স্ত্রী। হ্যাঁ, আমার পা টিপে দিতে হবে রোজ।
স্বামী। শুধু পা কেন, ফুল বডি ম্যাসাজ করে দেবো!
২) টিকা
আম লোক। আমি দুটো টিকা নিই নি। আমি কী বুস্টার ডোজ নিতে পারি?
ডাক্তার। মাধ্যমিক পাস করলেন না, এখনই বিএসসির ভর্তির জন্য ফর্ম তুলতে যাবেন!
৩) দার্শনিক
ছাত্র। স্যার, বলুন তো দাঁড় দিয়ে নৌকো টানাকে এক কথায় কী বলে?
স্যার। কী বলে?
ছাত্র। দাঁড় দিয়ে নৌকো টানার সময় জলে শব্দ হয়। শব্দকে ইংরেজিতে সোনিক বলে। তাই, দার্শনিক।
স্যার। চুপ কর মুখপোড়া।
৪) মন
প্রতিবেশী। বাবা, কী ছোট ফ্ল্যাট, দম বন্ধ হয়ে আসে না!
আমি। মন ছোট না হলেই হল।
৫) জল
মা। বাবাই, আলগোছে জল খা। বোতলটা মুখে ঠেকাস না।
ছেলে। মুখ দিয়েই তো খাবো।
৬) কথা
মা। বাবাই, কারো মুখের কথা ধরিস না।
ছেলে। মুখ দিয়ে বলেছে বলেই তো ধরছি!
স্ত্রী। আমি চাকরি করে পুরো সংসার টানবো। তোমাকে ঘরের সব কাজ করতে হবে।
স্বামী। আমি রাজি।
স্ত্রী। হ্যাঁ, আমার পা টিপে দিতে হবে রোজ।
স্বামী। শুধু পা কেন, ফুল বডি ম্যাসাজ করে দেবো!
২) টিকা
আম লোক। আমি দুটো টিকা নিই নি। আমি কী বুস্টার ডোজ নিতে পারি?
ডাক্তার। মাধ্যমিক পাস করলেন না, এখনই বিএসসির ভর্তির জন্য ফর্ম তুলতে যাবেন!
৩) দার্শনিক
ছাত্র। স্যার, বলুন তো দাঁড় দিয়ে নৌকো টানাকে এক কথায় কী বলে?
স্যার। কী বলে?
ছাত্র। দাঁড় দিয়ে নৌকো টানার সময় জলে শব্দ হয়। শব্দকে ইংরেজিতে সোনিক বলে। তাই, দার্শনিক।
স্যার। চুপ কর মুখপোড়া।
৪) মন
প্রতিবেশী। বাবা, কী ছোট ফ্ল্যাট, দম বন্ধ হয়ে আসে না!
আমি। মন ছোট না হলেই হল।
৫) জল
মা। বাবাই, আলগোছে জল খা। বোতলটা মুখে ঠেকাস না।
ছেলে। মুখ দিয়েই তো খাবো।
৬) কথা
মা। বাবাই, কারো মুখের কথা ধরিস না।
ছেলে। মুখ দিয়ে বলেছে বলেই তো ধরছি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০২/২০২২মজাদার
-
শ.ম. শহীদ ০৩/০২/২০২২চমৎকার!
-
ফয়জুল মহী ০২/০২/২০২২Wow
-
আলমগীর সরকার লিটন ০২/০২/২০২২বেশ অন্যরকম কবি দা