ওরা বিজ্ঞানী
ওরা আশ্রিত।
নেই ঠিকানা-
নেই মাটি, নেই আকাশ।
নেই স্থান কাল পাত্র।
আছে মূল্য।
আছে অস্তিত্ব।
ওরা বিশ্বনাগরিক।
ওরা বিশ্বের চেতনা।
ওরা বিশ্বের পরিত্রাতা।
ওরা বিজ্ঞানী।
কে আশ্রয় দেবে ওদের?
বিপুল বিশ্বকে ওরা গর্ভে ধারণ করে!
স্বয়ং ব্রহ্ম!
ওরা অজেয়...
নেই ঠিকানা-
নেই মাটি, নেই আকাশ।
নেই স্থান কাল পাত্র।
আছে মূল্য।
আছে অস্তিত্ব।
ওরা বিশ্বনাগরিক।
ওরা বিশ্বের চেতনা।
ওরা বিশ্বের পরিত্রাতা।
ওরা বিজ্ঞানী।
কে আশ্রয় দেবে ওদের?
বিপুল বিশ্বকে ওরা গর্ভে ধারণ করে!
স্বয়ং ব্রহ্ম!
ওরা অজেয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২অপূর্ব
-
ফয়জুল মহী ২০/০১/২০২২বলিষ্ঠ লেখনী প্রিয়।
-
মোঃ আবিদ হাসান রাজন ২০/০১/২০২২❤
-
মোঃ আবিদ হাসান রাজন ২০/০১/২০২২সুন্দর হয়েছে।
-
মোঃ আবিদ হাসান রাজন ২০/০১/২০২২সুন্দর
-
একনিষ্ঠ অনুগত ২০/০১/২০২২ওরা কারা?