কলির পাপ
সবাই ভাগিদার।
কেউ কেউ অংশীদারও।
সময়ের ভিড়ে যে অসময়ের জন্ম দেয়,
সে ঘটায় সত্যের অবসান-
সে বয়ে আনে সংক্রমণ।
অসময়ের ভিড়ে যে সময়কে মুক্ত করে,
সে রচনা করে সত্য-
সে লড়ে সংক্রমণের সাথে।
সবাই ভুক্তভোগী।
মুক্ত নয় কেউ।
সংক্রমণ মৃদু থেকে গুরুতর-
কারো কোমরে ব্যথা, কারো অক্সিজেনের অভাব।
কার পাপের ফল কে ভোগ করে?
কম বেশি সবাই পাপী-
জ্ঞানত অথবা অজ্ঞানত।
কেউ কেউ অংশীদারও।
সময়ের ভিড়ে যে অসময়ের জন্ম দেয়,
সে ঘটায় সত্যের অবসান-
সে বয়ে আনে সংক্রমণ।
অসময়ের ভিড়ে যে সময়কে মুক্ত করে,
সে রচনা করে সত্য-
সে লড়ে সংক্রমণের সাথে।
সবাই ভুক্তভোগী।
মুক্ত নয় কেউ।
সংক্রমণ মৃদু থেকে গুরুতর-
কারো কোমরে ব্যথা, কারো অক্সিজেনের অভাব।
কার পাপের ফল কে ভোগ করে?
কম বেশি সবাই পাপী-
জ্ঞানত অথবা অজ্ঞানত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২কবিতায় মুগ্ধ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০১/২০২২আমরা সবাই পাপী।
অনুতাপেই মুক্তি। -
ফয়জুল মহী ১৭/০১/২০২২অনন্য প্রকাশ l
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০১/২০২২পাপ !
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০১/২০২২চিন্তার বিষয়।
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০১/২০২২বাহ্