www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলির পাপ

সবাই ভাগিদার।
কেউ কেউ অংশীদারও।

সময়ের ভিড়ে যে অসময়ের জন্ম দেয়,
সে ঘটায় সত্যের অবসান-
সে বয়ে আনে সংক্রমণ।
অসময়ের ভিড়ে যে সময়কে মুক্ত করে,
সে রচনা করে সত্য-
সে লড়ে সংক্রমণের সাথে।

সবাই ভুক্তভোগী।
মুক্ত নয় কেউ।
সংক্রমণ মৃদু থেকে গুরুতর-
কারো কোমরে ব্যথা, কারো অক্সিজেনের অভাব।

কার পাপের ফল কে ভোগ করে?
কম বেশি সবাই পাপী-
জ্ঞানত অথবা অজ্ঞানত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast