মশা
এমন বহু লোক আছে
যারা সারাদিন কানের কাছে গান গায়।
গান গোলাপের মতো-
দেখতেই সুন্দর,
হাতে ধরলেই কাঁটার যন্ত্রণা।
রেকর্ড চালিয়ে ব্যস্ততার ভিড়ে
অবকাশ খোঁজা প্রাণ
কানের কাছে হঠাৎ মশার আহ্বান শোনার পরে
গ্রামোফোন বন্ধ করে দেয়-
কে কেন কবে কোথায়
গান আবিষ্কার করেছিল?
জন্ম একটাই,
তবু পূর্ব অভিজ্ঞতায় প্রাপ্ত অসুখ
এক শিক্ষাতে আরোগ্য লাভ করে না।
ধূপ ধুনো গুডনাইট অলআউট সব ফেল,
এবার হাতে তড়িতের ব্যাট।
মশা তৈরির কারখানা অজেয় অমর।
মানুষের কথায় কান দিও না।
যারা সারাদিন কানের কাছে গান গায়।
গান গোলাপের মতো-
দেখতেই সুন্দর,
হাতে ধরলেই কাঁটার যন্ত্রণা।
রেকর্ড চালিয়ে ব্যস্ততার ভিড়ে
অবকাশ খোঁজা প্রাণ
কানের কাছে হঠাৎ মশার আহ্বান শোনার পরে
গ্রামোফোন বন্ধ করে দেয়-
কে কেন কবে কোথায়
গান আবিষ্কার করেছিল?
জন্ম একটাই,
তবু পূর্ব অভিজ্ঞতায় প্রাপ্ত অসুখ
এক শিক্ষাতে আরোগ্য লাভ করে না।
ধূপ ধুনো গুডনাইট অলআউট সব ফেল,
এবার হাতে তড়িতের ব্যাট।
মশা তৈরির কারখানা অজেয় অমর।
মানুষের কথায় কান দিও না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২কবিতা আমায় করেছে মুগ্ধ I
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২২ভাল লাগল।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০১/২০২২বেশ।