আমেরিকার সমাজ
সন্তানের পাঁচ বছর
বাবার আবার নতুন জীবন শুরু,
সন্তানের দশ বছর
মায়ের আবার নতুন জীবন শুরু।
ওর ঠাকুরদাদা ও ঠাকুরমার খোঁজ নেই,
খোঁজ নেই দাদু দিদার।
বাবা মাস গেলে টাকা পাঠায়।
মায়ের সাথে মাসে একবার দেখা করে।
ভাই বোন হয়েছে,
মা বাবার প্রতি টান কম।
বন্ধুবান্ধব সবার একই গল্প।
বন্ধুত্ব মানেই অন্তরঙ্গতা নয়-
একাকীত্বই পরম বন্ধু,
জীবনের শ্রেষ্ঠ বান্ধবীও।
প্রেম চোরাবালি-
অস্তিত্ব থাকলেও, তল নেই,
যৌবন থাকলেও, স্পন্দন নেই।
বন্দুক হাতে নিয়ে গুলি চালাতে শেখা-
যদি সবাইকে আনা যায় পায়ের তলায়।
স্কুলে শিশু মৃত্যু
অথবা পার্কে বা মলে জীবনের মৃত্যু।
আত্মহত্যা নয়তো জেল।
বাবার আবার নতুন জীবন শুরু,
সন্তানের দশ বছর
মায়ের আবার নতুন জীবন শুরু।
ওর ঠাকুরদাদা ও ঠাকুরমার খোঁজ নেই,
খোঁজ নেই দাদু দিদার।
বাবা মাস গেলে টাকা পাঠায়।
মায়ের সাথে মাসে একবার দেখা করে।
ভাই বোন হয়েছে,
মা বাবার প্রতি টান কম।
বন্ধুবান্ধব সবার একই গল্প।
বন্ধুত্ব মানেই অন্তরঙ্গতা নয়-
একাকীত্বই পরম বন্ধু,
জীবনের শ্রেষ্ঠ বান্ধবীও।
প্রেম চোরাবালি-
অস্তিত্ব থাকলেও, তল নেই,
যৌবন থাকলেও, স্পন্দন নেই।
বন্দুক হাতে নিয়ে গুলি চালাতে শেখা-
যদি সবাইকে আনা যায় পায়ের তলায়।
স্কুলে শিশু মৃত্যু
অথবা পার্কে বা মলে জীবনের মৃত্যু।
আত্মহত্যা নয়তো জেল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৩/২০২২খুবই সুন্দর লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০১/২০২২এটাই ওদের সমাজ।
-
আলমগীর সরকার লিটন ১০/০১/২০২২খুব সুন্দর অনুভব
-
শুভজিৎ বিশ্বাস ১০/০১/২০২২সম্পূর্ণ বাস্তবধর্মী কবিতা