www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দর্শন

দর্শন দিয়ে দেশ চলে না।

যে মানুষ শক্ত মাটিতে পা রেখে চলে,
তার মতে-
যার ওপর দাঁড়িয়ে, ফাটল দেখি তার।

বৃষ্টি নামে আকাশ থেকে। আসে রোদও।
ভেজে মাটি।
তবু আকাশ পানে তাকিয়ে ভাবার অবকাশ নেই-
আকাশ শূন্য,
মাটি শক্ত-
বাস্তব যার নাম।

বহু ফাটলের গভীরে লুকিয়ে থাকে বীজ-
আভাস দেয় প্রাণের।
আকাশের রোদ, আকাশের জল পেলেও,
সে আঁকড়ে থাকে মাটি-
মাটিতেই জন্ম, মাটিতেই মৃত্যু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast