সভ্যতার মাপকাঠি
বিদেশে দেখলাম সভ্যতা।
কোনও মিটিং মিছিল নেই।
নেই ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার পদ্ধতি।
নেই খবরের কাগজ তুলে অযথা অন্যায় তর্ক করার ধুম।
শান্তিতে লেখাপড়া করা যায়।
নিজেকে শাসন করা শ্রেষ্ঠ শাসকের ধর্ম।
এত বছরের স্বাধীনতা,
তবু স্বাধীন নই।
স্বাধীন দেশে যদি লেখাপড়া না হয়,
তাহলে কীসের স্বাধীনতা!
সাদা চামড়ার চাকর আমি নই।
তবু অনেক কিছু মানতে হয়।
একাল সেকাল বলে নয়-
লেখাপড়া সব কালেরই।
বাঘ সিংহ দেখি না সমাজে,
সবাই শিয়াল।
কোনও মিটিং মিছিল নেই।
নেই ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার পদ্ধতি।
নেই খবরের কাগজ তুলে অযথা অন্যায় তর্ক করার ধুম।
শান্তিতে লেখাপড়া করা যায়।
নিজেকে শাসন করা শ্রেষ্ঠ শাসকের ধর্ম।
এত বছরের স্বাধীনতা,
তবু স্বাধীন নই।
স্বাধীন দেশে যদি লেখাপড়া না হয়,
তাহলে কীসের স্বাধীনতা!
সাদা চামড়ার চাকর আমি নই।
তবু অনেক কিছু মানতে হয়।
একাল সেকাল বলে নয়-
লেখাপড়া সব কালেরই।
বাঘ সিংহ দেখি না সমাজে,
সবাই শিয়াল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০২/২০২২সমস্যা রয়েছে সর্বত্র। কম বেশি এই।
-
শাওন সিংহ ০৪/০১/২০২২স্বাধীনতা নয়, এ শুধু স্বাধিনতার অভিনয়।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০১/২০২২একদম!
সবাই আজ শিয়াল। -
একনিষ্ঠ অনুগত ০৩/০১/২০২২যে জাতি চলে ধার করা 'মোরালিটি' দিয়ে, যে জাতির সিলেবাস নির্ধারিত হয় 'অবকাঠামোতে উন্নত' ভিন্ন জাতিকে অনুসরণ করে সিংহ সে কিভাবে হবে?
-
ফয়জুল মহী ০৩/০১/২০২২চমৎকার লেখনী ।
সতত শুভেচ্ছা । -
মোঃজাকিরুল চৌধুরী ০৩/০১/২০২২চমৎকার হয়েছে কবিতা টি
-
আলমগীর সরকার লিটন ০৩/০১/২০২২এভাবেই জীবন নয় কবি দা