সম্পর্কের আলফা ওমেগা
সম্পর্কেরও স্থান কাল পাত্র আছে।
ওরা দুজন দারুণ বন্ধু-
একসাথে খায়, ঘোরে, হাসে, কাঁদে-
কেবলই বন্ধু।
বহু লোক বহুবার জানতে চেয়েছে?
বিয়ের কথাও বলেছে।
কোনও লাভ হয়নি।
গভীর বন্ধুত্বে প্রেম নেই-
হতে পারে বিশ্বাস জন্মায়নি
অথবা সব প্রেম বিয়েতে মেলায় না।
মেয়েটা এখন বিবাহিতা।
ছেলেটা আরো ছয় বছর পরে বিয়ে করবে।
একই বন্ধুত্ব,
ওর স্বামীও কিছু বলে না।
দু নৌকায় পা না সাধারণ প্রকৃতি আমি বুঝি না।
ওর স্বামীরও প্রাণের বান্ধবী থাকতে পারে।
অঙ্কের হিসাব মিললেও,
জীবনের হিসাব সবসময় মেলে না।
অঙ্ক ও দর্শন আলাদা-
অঙ্ক বুঝতে লাগে মেধা,
দর্শন বুঝতে লাগে হৃদয়।
ওরা দুজন দারুণ বন্ধু-
একসাথে খায়, ঘোরে, হাসে, কাঁদে-
কেবলই বন্ধু।
বহু লোক বহুবার জানতে চেয়েছে?
বিয়ের কথাও বলেছে।
কোনও লাভ হয়নি।
গভীর বন্ধুত্বে প্রেম নেই-
হতে পারে বিশ্বাস জন্মায়নি
অথবা সব প্রেম বিয়েতে মেলায় না।
মেয়েটা এখন বিবাহিতা।
ছেলেটা আরো ছয় বছর পরে বিয়ে করবে।
একই বন্ধুত্ব,
ওর স্বামীও কিছু বলে না।
দু নৌকায় পা না সাধারণ প্রকৃতি আমি বুঝি না।
ওর স্বামীরও প্রাণের বান্ধবী থাকতে পারে।
অঙ্কের হিসাব মিললেও,
জীবনের হিসাব সবসময় মেলে না।
অঙ্ক ও দর্শন আলাদা-
অঙ্ক বুঝতে লাগে মেধা,
দর্শন বুঝতে লাগে হৃদয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৩/০১/২০২২চমৎকার।
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০১/২০২২বেশ ভালো লেগেছে।
-
ফয়জুল মহী ০১/০১/২০২২সুন্দর লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০১/২০২২সুন্দর ভাবনা।