নারদ
অতিথি নারায়ণ।
অত্মীয়স্বজন বাড়িতে এলে
উচিত তাদের যত্ন নেওয়া।
কিন্তু তারা তো নারায়ণ নয়,
রক্তে মাংসে গড়া নারদ-
এর কথা ওর কানে,
ওর কথা এর কানে,
তার কথা তার কানে:
যাকে বলে সর্বঘটে কাঁঠালি কলা,
নারদ মুনির পাঁচফোড়ন!
নারদীয় ভক্তি,
নারদীয় ঢঙ
দেখেলে গা পিত্তি জ্বলে যায়।
শান্তিপুরী ভদ্রতাই একমাত্র হাতিয়ার-
নৌকো ঠেলে দিয়ে বলি,
'আর দু দিন থেকে গেলে পারতেন'।
অত্মীয়স্বজন বাড়িতে এলে
উচিত তাদের যত্ন নেওয়া।
কিন্তু তারা তো নারায়ণ নয়,
রক্তে মাংসে গড়া নারদ-
এর কথা ওর কানে,
ওর কথা এর কানে,
তার কথা তার কানে:
যাকে বলে সর্বঘটে কাঁঠালি কলা,
নারদ মুনির পাঁচফোড়ন!
নারদীয় ভক্তি,
নারদীয় ঢঙ
দেখেলে গা পিত্তি জ্বলে যায়।
শান্তিপুরী ভদ্রতাই একমাত্র হাতিয়ার-
নৌকো ঠেলে দিয়ে বলি,
'আর দু দিন থেকে গেলে পারতেন'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১Excellent writen
-
বিধান চন্দ্র ধর ৩০/১২/২০২১চমৎকার
-
অভিজিৎ হালদার ৩০/১২/২০২১সুন্দর মনোভাব
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১২/২০২১অসাধারণ