সুরক্ষা চক্র
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
কাঁধে তারা নিয়ে দাঁড়িয়ে পাহারা-
মাঝখানে উজ্জ্বল নক্ষত্র।
শাসকের মাথার দাম
শাসিত সাধারণের হৃদয়ের থেকেও দামি।
মাথার ঘাম পায়ে পড়লেও পড়তে পারে
কিন্তু হৃদয়ের রক্ত বয় হৃদয়েই।
বুদ্ধিমান বুদ্ধিজীবী নয়,
বুদ্ধিজীবী বুদ্ধিমান হলেও হতে পারে।
তিঁনি বুদ্ধিজীবী।
ঘিলুর দাম বুদ্ধিতেই, জড়তার অঙ্কে নয়!
আমার তোমার পাহারা কোথায়?
আমি তুমি কে ?
আমার তোমার পাড়া রাতে ঘুমিয়ে ঘুমিয়ে
শোনে কান পেতে-
জাগতে রাহো।
কাঁধে তারা নিয়ে দাঁড়িয়ে পাহারা-
মাঝখানে উজ্জ্বল নক্ষত্র।
শাসকের মাথার দাম
শাসিত সাধারণের হৃদয়ের থেকেও দামি।
মাথার ঘাম পায়ে পড়লেও পড়তে পারে
কিন্তু হৃদয়ের রক্ত বয় হৃদয়েই।
বুদ্ধিমান বুদ্ধিজীবী নয়,
বুদ্ধিজীবী বুদ্ধিমান হলেও হতে পারে।
তিঁনি বুদ্ধিজীবী।
ঘিলুর দাম বুদ্ধিতেই, জড়তার অঙ্কে নয়!
আমার তোমার পাহারা কোথায়?
আমি তুমি কে ?
আমার তোমার পাড়া রাতে ঘুমিয়ে ঘুমিয়ে
শোনে কান পেতে-
জাগতে রাহো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১২/২০২১সুন্দর অনুভবের ব্যক্ততা।
-
ফয়জুল মহী ২৭/১২/২০২১অনবদ্য ! মুগ্ধ হলাম খুব ।
-
একনিষ্ঠ অনুগত ২৭/১২/২০২১ভালো লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২১সুন্দর প্রকাশ করেছেন।