তীর
আমি ভালো কাজ করছি।
সবাই বাহবা দিচ্ছে।
এর মানে-
আমি এখনও তীর মারিনি।
আমি ভালো কাজ করছি।
সবাই খুঁত ধরছে।
এর মানে-
আমি তীর মারতে চলেছি।
আমি ভালো কাজ করছি।
সবাই সামনে বাহবা দিচ্ছে
কিন্তু পিছনে খুঁত ধরছে।
এর মানে-
তীর ঠিক জায়গায় লেগেছে।
ধনুক সবাই ধরে,
তবে তীরন্দাজ একজনই।
কেউ নাচতে পারেনি বলে,
উঠোনকে গাল পাড়ে।
কেউ ভাঙা কাঁচের ওপরে নাচে নিষ্ঠা ভাবে,
পা দিয়ে গড়িয়ে পড়ে রক্ত।
তীরন্দাজের রক্ত মাখা দুটো হাত,
ধনুর্ধরের বুকে পাপের রক্ত।
সবাই বাহবা দিচ্ছে।
এর মানে-
আমি এখনও তীর মারিনি।
আমি ভালো কাজ করছি।
সবাই খুঁত ধরছে।
এর মানে-
আমি তীর মারতে চলেছি।
আমি ভালো কাজ করছি।
সবাই সামনে বাহবা দিচ্ছে
কিন্তু পিছনে খুঁত ধরছে।
এর মানে-
তীর ঠিক জায়গায় লেগেছে।
ধনুক সবাই ধরে,
তবে তীরন্দাজ একজনই।
কেউ নাচতে পারেনি বলে,
উঠোনকে গাল পাড়ে।
কেউ ভাঙা কাঁচের ওপরে নাচে নিষ্ঠা ভাবে,
পা দিয়ে গড়িয়ে পড়ে রক্ত।
তীরন্দাজের রক্ত মাখা দুটো হাত,
ধনুর্ধরের বুকে পাপের রক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০১/২০২২খুব সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ২৩/১২/২০২১বেশ ভাবনাময়
-
কবি আল মামুন ২৩/১২/২০২১বেশ
-
ফয়জুল মহী ২২/১২/২০২১অনুপম প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২২/১২/২০২১বাঃ