কখনোই ভাববেন না
আহা!
কখনোই ভাববেন না যে-
আমি হেরে গেছি।
ভাববেন আমি জিতবোই-
রাত শেষে যেমন সূর্যোদয়,
তেমনই হারের পর জিৎ।
লড়ে যান
আর ভাবুন আমি জিতবোই
একদিন না একদিন,
আজ না হোক কাল...
বিশ্বাস রাখুন নিজের প্রতি।
বিশ্বাস রাখুন নিজের কর্মের প্রতি।
বিশ্বাস রোখুন নিজের ক্ষমতার প্রতি।
হার যেমন জীবনের অঙ্গ,
জিৎ তেমনই জীবনের ভবিষ্যৎ।
মানুষের অঙ্গ প্রতঙ্গের সাথে জড়িয়ে তার ভবিষ্যৎ।
অঙ্গের চালনা করে এগিয়ে যান-
হারতে হারতেই জিতবেন
কারণ হারের পরিণতির ভিড়েই লুকিয়ে থাকে
জীবনের জয়গানের কৌশলময় স্রোতের ছন্দ ।
কখনোই ভাববেন না যে-
আমি হেরে গেছি।
ভাববেন আমি জিতবোই-
রাত শেষে যেমন সূর্যোদয়,
তেমনই হারের পর জিৎ।
লড়ে যান
আর ভাবুন আমি জিতবোই
একদিন না একদিন,
আজ না হোক কাল...
বিশ্বাস রাখুন নিজের প্রতি।
বিশ্বাস রাখুন নিজের কর্মের প্রতি।
বিশ্বাস রোখুন নিজের ক্ষমতার প্রতি।
হার যেমন জীবনের অঙ্গ,
জিৎ তেমনই জীবনের ভবিষ্যৎ।
মানুষের অঙ্গ প্রতঙ্গের সাথে জড়িয়ে তার ভবিষ্যৎ।
অঙ্গের চালনা করে এগিয়ে যান-
হারতে হারতেই জিতবেন
কারণ হারের পরিণতির ভিড়েই লুকিয়ে থাকে
জীবনের জয়গানের কৌশলময় স্রোতের ছন্দ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০১/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/১২/২০২১ভাল লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/১২/২০২১চমৎকার প্রকাশ
-
আলমগীর সরকার লিটন ২০/১২/২০২১চমৎকার এক অনুভব