গতি
জীবন গতিময়-
সময়ের কাঁটার সাথে পদক্ষেপ।
গতিহীনতা মানে মৃত্যু।
ঝড়ের গতির ভিড়ে
শ্বাস ফেলার সময় নেই।
ঠাঁই নেই তার
যে এক মুহূর্ত দাঁড়িয়ে প্রাণের বায়ু ভরে ফুসফুসে
প্রাণের স্পন্দন অনুভব করবে বলে।
না ভাবলে মানুষ জন্মাতে পারে,
কবি জন্মায় না কখনো।
কোটি কবি কাব্য করলেও,
রবি ঠাকুর কেউ নয়।
বলি, মানুষকে একটু দাঁড়িয়ে ভাবতে দাও,
তাহলেই মানুষ এগোতে পারবে।
যত গতিই থাকুক না কেন,
যে ভাবার অবকাশ পায় না, সে মৃত।
মৃত্যুপুরীতে কাব্য আনে প্রাণ,
যেমন মরা গাঙে বৃষ্টির জলে জোয়ার।
সব শেষে বলে রাখি,
গতির মৃত্যু গতিতেই।
সময়ের কাঁটার সাথে পদক্ষেপ।
গতিহীনতা মানে মৃত্যু।
ঝড়ের গতির ভিড়ে
শ্বাস ফেলার সময় নেই।
ঠাঁই নেই তার
যে এক মুহূর্ত দাঁড়িয়ে প্রাণের বায়ু ভরে ফুসফুসে
প্রাণের স্পন্দন অনুভব করবে বলে।
না ভাবলে মানুষ জন্মাতে পারে,
কবি জন্মায় না কখনো।
কোটি কবি কাব্য করলেও,
রবি ঠাকুর কেউ নয়।
বলি, মানুষকে একটু দাঁড়িয়ে ভাবতে দাও,
তাহলেই মানুষ এগোতে পারবে।
যত গতিই থাকুক না কেন,
যে ভাবার অবকাশ পায় না, সে মৃত।
মৃত্যুপুরীতে কাব্য আনে প্রাণ,
যেমন মরা গাঙে বৃষ্টির জলে জোয়ার।
সব শেষে বলে রাখি,
গতির মৃত্যু গতিতেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/১২/২০২১Fantastic
-
শ.ম. শহীদ ১৬/১২/২০২১সুন্দর লেখা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১২/২০২১সাবলীল লেখা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১২/২০২১অনবদ্য