অর্ধনারীশ্বর ও পরীক্ষা
১) অর্ধনারীশ্বর
মানুষ হয়ে জন্মেও মানুষ নই।
মানুষের চক্ষুশূল।
মানুষের ভিড়ে ঠাঁই নেই।
বিয়ের আসরে নেচে গেয়ে,
সদ্যোজাতকে আশীর্বাদ করে,
কেটে যায় জং ধরা জীবন।
হাতে পরিবারের রেখা ওঠে না-
খালি হাত তালির শব্দে পূর্ণ।
পুরুষের অধিকার চিরকাল।
নারী অধিকার ছিনিয়ে নিয়েছে।
যদি মানুষের মনই না বদলায়
কোর্টের রায় যাই হোক না কেন
আমাদের তাতে কী এসে যায়।
আশীর্বাদ করি :
সবার ভালো হোক।
আবার আশীর্বাদ করি :
ভুলেও আমাদের অভিশাপ কুড়িও না।
২) পরীক্ষা
দেব জুলিয়াস নায়রার কর্তব্যে সন্তুষ্ট হয়ে বললেন,
'তুমি নারীর আদর্শ হও।
আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ কন্যা, আদর্শ পত্নী ও আদর্শ বোন'।
আম জনতা নায়রাকে পুজো করতে লাগলো।
দেবী জুলিকা সুপুরুষ সেজে নায়রার কাছে এলেন।
নানা ভাবে প্রলুব্ধ করলেন।
বুদ্ধিমতী নায়রা ধরা দিলেন না।
দেব জুলিয়াসের শরণাপন্ন হলেন।
তিঁনি ধরে ফেললেন স্ত্রীর চক্রান্ত।
নারীই নারীকে হিংসা করে।
স্ত্রীকে তিঁনি পাথর বানিয়ে দিলেন
এবং নায়রাকে বিবাহ করলেন।
দেবী নায়রা অমরত্ব লাভ করলেন।
মানুষ হয়ে জন্মেও মানুষ নই।
মানুষের চক্ষুশূল।
মানুষের ভিড়ে ঠাঁই নেই।
বিয়ের আসরে নেচে গেয়ে,
সদ্যোজাতকে আশীর্বাদ করে,
কেটে যায় জং ধরা জীবন।
হাতে পরিবারের রেখা ওঠে না-
খালি হাত তালির শব্দে পূর্ণ।
পুরুষের অধিকার চিরকাল।
নারী অধিকার ছিনিয়ে নিয়েছে।
যদি মানুষের মনই না বদলায়
কোর্টের রায় যাই হোক না কেন
আমাদের তাতে কী এসে যায়।
আশীর্বাদ করি :
সবার ভালো হোক।
আবার আশীর্বাদ করি :
ভুলেও আমাদের অভিশাপ কুড়িও না।
২) পরীক্ষা
দেব জুলিয়াস নায়রার কর্তব্যে সন্তুষ্ট হয়ে বললেন,
'তুমি নারীর আদর্শ হও।
আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ কন্যা, আদর্শ পত্নী ও আদর্শ বোন'।
আম জনতা নায়রাকে পুজো করতে লাগলো।
দেবী জুলিকা সুপুরুষ সেজে নায়রার কাছে এলেন।
নানা ভাবে প্রলুব্ধ করলেন।
বুদ্ধিমতী নায়রা ধরা দিলেন না।
দেব জুলিয়াসের শরণাপন্ন হলেন।
তিঁনি ধরে ফেললেন স্ত্রীর চক্রান্ত।
নারীই নারীকে হিংসা করে।
স্ত্রীকে তিঁনি পাথর বানিয়ে দিলেন
এবং নায়রাকে বিবাহ করলেন।
দেবী নায়রা অমরত্ব লাভ করলেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/১২/২০২১ভালো।
-
ফয়জুল মহী ১০/১২/২০২১অনন্য কথামালা
-
আলমগীর সরকার লিটন ০৯/১২/২০২১অনবদ্য প্রকাশ কবি দা