ঝড়
ঝড় জীবনে বহুবার আসে।
তৈরী হয় নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর।
তারপর ঝোড়ো হাওয়ার সাথে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।
জলের ধারে যাদের বাস
অথবা জলের সাথে মিশে যাদের জীবিকা
অথবা জলে ভাসা সময়ের স্রোতে যাদের জীবন বাঁধা...
বিপদ তাদেরই।
মানুষ রোজ মল মূত্র ত্যাগ করে,
প্রয়োজনে মান ও হুঁশও ত্যাগ করতে পারে,
কিন্তু জল ত্যাগ করবে কীভাবে !
সয়ে গেছে-
যে সয় সেইই বেঁচে থাকে।
কিন্তু দুটো প্রশ্ন আছে-
গরীবের সহিষ্ণুতা বেশি, অনিশ্চয়তাও বেশি, কেন ?
ধনীর সহিষ্ণুতা কম, ক্ষমতা বেশি, কেন ?
মধ্যবিত্ত সব দিক বজায় রাখে-
ঝড়ে বেঁধে রাখে দুই প্রান্ত।
ঝড় সবার জীবনেই আসে।
প্রথমজন ঝড়ের মোকাবিলা করে,
দ্বিতীয়জন টিভি-তে দেখে আনন্দ পায়
এবং তৃতীয়জন কেবল প্রার্থনা করে।
তৈরী হয় নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর।
তারপর ঝোড়ো হাওয়ার সাথে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।
জলের ধারে যাদের বাস
অথবা জলের সাথে মিশে যাদের জীবিকা
অথবা জলে ভাসা সময়ের স্রোতে যাদের জীবন বাঁধা...
বিপদ তাদেরই।
মানুষ রোজ মল মূত্র ত্যাগ করে,
প্রয়োজনে মান ও হুঁশও ত্যাগ করতে পারে,
কিন্তু জল ত্যাগ করবে কীভাবে !
সয়ে গেছে-
যে সয় সেইই বেঁচে থাকে।
কিন্তু দুটো প্রশ্ন আছে-
গরীবের সহিষ্ণুতা বেশি, অনিশ্চয়তাও বেশি, কেন ?
ধনীর সহিষ্ণুতা কম, ক্ষমতা বেশি, কেন ?
মধ্যবিত্ত সব দিক বজায় রাখে-
ঝড়ে বেঁধে রাখে দুই প্রান্ত।
ঝড় সবার জীবনেই আসে।
প্রথমজন ঝড়ের মোকাবিলা করে,
দ্বিতীয়জন টিভি-তে দেখে আনন্দ পায়
এবং তৃতীয়জন কেবল প্রার্থনা করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/১২/২০২১পরিপাটি উপস্থাপন I মুগ্ধতা অবিরাম ,
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১২/২০২১ঝড় সে ত জীবন জুড়েই।
-
আলমগীর সরকার লিটন ০৬/১২/২০২১ঝড় মানেই অন্যকিছু খসে যাওয়া কবি দা ভাল থাকেনব সব সময়