সৃষ্টি ও শ্রষ্ঠা ও অন্যন্য কবিতা
১) সৃষ্টি ও শ্রষ্ঠা
পাত্রে জল-
শ্রষ্ঠার আধারে বাঁধা সৃষ্টির তল অতল।
ফুটন্ত জলে ফেটে চৌচির কাঁচের পাত্র-
শ্রষ্ঠার অপব্যবহারে সৃষ্টির অপচয় মাত্র।
সুসম্পর্কে ভাটা-
যেমন সূর্যাস্ত কালে মৃত্যুর সকরুণ ছটা।
সৃষ্টি যখন আঘাত হানে শ্রষ্ঠার বুকে,
এর থেকে বড় অপমান কী আর আছে জগতে!
২) কারো দোষ খুঁজতে শিখিনি
নিজে খোঁড়া হয়ে মানুষকে বলছ,
'চলতে শেখনি'।
নিজে কানা হয়ে মানুষকে বলছ,
'দেখতে শেখনি'।
আমি দেখে চলা মানুষ,
সময়ে অসময়ে কারো দোষ খুঁজতে শিখিনি।
৩) আমার রুচি
আমার রুচি,
তোমার অরুচি।
আমার বিশ্বাস ভক্তি,
তোমার অন্যায় যুক্তি।
আমার সফলতা।
তোমার উদাসীনতা।
আমি নিজেতে সুখী,
কীসের জ্বালায় তোমার রক্ত আঁখি!
পাত্রে জল-
শ্রষ্ঠার আধারে বাঁধা সৃষ্টির তল অতল।
ফুটন্ত জলে ফেটে চৌচির কাঁচের পাত্র-
শ্রষ্ঠার অপব্যবহারে সৃষ্টির অপচয় মাত্র।
সুসম্পর্কে ভাটা-
যেমন সূর্যাস্ত কালে মৃত্যুর সকরুণ ছটা।
সৃষ্টি যখন আঘাত হানে শ্রষ্ঠার বুকে,
এর থেকে বড় অপমান কী আর আছে জগতে!
২) কারো দোষ খুঁজতে শিখিনি
নিজে খোঁড়া হয়ে মানুষকে বলছ,
'চলতে শেখনি'।
নিজে কানা হয়ে মানুষকে বলছ,
'দেখতে শেখনি'।
আমি দেখে চলা মানুষ,
সময়ে অসময়ে কারো দোষ খুঁজতে শিখিনি।
৩) আমার রুচি
আমার রুচি,
তোমার অরুচি।
আমার বিশ্বাস ভক্তি,
তোমার অন্যায় যুক্তি।
আমার সফলতা।
তোমার উদাসীনতা।
আমি নিজেতে সুখী,
কীসের জ্বালায় তোমার রক্ত আঁখি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিন্ময় বসু ১৬/১১/২০২১ভালো লাগলো।
-
অভিজিৎ হালদার ১৫/১১/২০২১ভালো অনুভব
-
ফয়জুল মহী ১৪/১১/২০২১ভীষণ ভালো লাগলো!
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১১/২০২১ভাল লাগল।
-
Md. Rayhan Kazi ১৪/১১/২০২১অনন্য সৃজন