কবিতার প্রতিরূপ
সব কবিতায় ভাষা দেওয়া যায় না।
বহু মানুষের মন সরল,
তারা খুব সহজ ভাবেই মানুষের সাথে
মিশে যেতে পারে।
বহু কবিতায় ভাষা দিতে হয়,
তা না হলে কবিতা দাঁড়ায় না।
প্রায় সকল মানুষের মন জটিল-
তারা ভাবে লেখায় প্যাঁচ না হলে
কখনোই কোনও লেখা ফোটে না।
এমন অনেক কবিতা আছে,
যা হাজার বার পড়লেও বোঝা যায় না।
এমন বহু মানুষ আছে,
যাদের আমি আপনি সারা জীবনেও
চিনে উঠতে পারবো না।
কবিতা মানুষের মনেরই প্রতিরূপ।
কবি মানুষই।
প্রতিফলন তার লেখায়।
বহু মানুষের মন সরল,
তারা খুব সহজ ভাবেই মানুষের সাথে
মিশে যেতে পারে।
বহু কবিতায় ভাষা দিতে হয়,
তা না হলে কবিতা দাঁড়ায় না।
প্রায় সকল মানুষের মন জটিল-
তারা ভাবে লেখায় প্যাঁচ না হলে
কখনোই কোনও লেখা ফোটে না।
এমন অনেক কবিতা আছে,
যা হাজার বার পড়লেও বোঝা যায় না।
এমন বহু মানুষ আছে,
যাদের আমি আপনি সারা জীবনেও
চিনে উঠতে পারবো না।
কবিতা মানুষের মনেরই প্রতিরূপ।
কবি মানুষই।
প্রতিফলন তার লেখায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৫/০৯/২০২১ভালো লাগলো পাঠে
-
মাহতাব বাঙ্গালী ২৩/০৯/২০২১কবি ও কবিতা নিয়ে যথার্থই লিখেছেন
-
সুব্রত ভৌমিক ২৩/০৯/২০২১সহমত আমি বক্তব্যের সাথে,
সুন্দর লিখেছেন কবি আমার মতে। -
ফয়জুল মহী ২২/০৯/২০২১Good
-
আনাস খান ২২/০৯/২০২১অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২১বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৯/২০২১ভাল।