ঝগড়া
ঝগড়া সব সংসারের অঙ্গ
যেমন
রোজকার খাওয়া দাওয়া
দিনের স্নান
রাতের ঘুম
ঘোড়ার গলায় লাগাম
নচেৎ ঘোড়া বন্য
কথা ঘোড়ার মতো
লাগাম আত্মসংযমের অপর নাম
পাগলা হাতির লাগাম নেই
সে যদি হানা দেয় সংসারে
ঘরের লক্ষ্মী, ঘরের ধান
তার পদতলে পৃষ্ঠ
সংসার মানে
যেখানে বিরাজ করে অপার শান্তি
যে যার নিজের কথা ভাবলে মুশকিল
সকলে ভাবুক পরের কথা
ভাব আড়ির মধ্যে দিয়েই চলুক
সংসার সংগ্রামের বৈচিত্র।
যেমন
রোজকার খাওয়া দাওয়া
দিনের স্নান
রাতের ঘুম
ঘোড়ার গলায় লাগাম
নচেৎ ঘোড়া বন্য
কথা ঘোড়ার মতো
লাগাম আত্মসংযমের অপর নাম
পাগলা হাতির লাগাম নেই
সে যদি হানা দেয় সংসারে
ঘরের লক্ষ্মী, ঘরের ধান
তার পদতলে পৃষ্ঠ
সংসার মানে
যেখানে বিরাজ করে অপার শান্তি
যে যার নিজের কথা ভাবলে মুশকিল
সকলে ভাবুক পরের কথা
ভাব আড়ির মধ্যে দিয়েই চলুক
সংসার সংগ্রামের বৈচিত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৮/০৬/২০২১Sundor
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৬/২০২১ভালো লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৬/২০২১দারুণ
-
মোঃ বুলবুল হোসেন ০৮/০৬/২০২১অপূর্ব