যুগ ও ভাষা
বাংলা ভাষার কেন ছন্দ পতন হবে শুনি!
বঙ্কিম বিদ্যাসাগর সংস্কৃত পড়ে বাংলা লিখলেন
কিন্তু রবি শরৎ বাংলার জন্য বাংলা লিখলেন।
কত সহজ হয়ে গেল ভাষা।
ভাষা মানে ভয় নয়-
সে ভালোবাসা যাকে বুকের মধ্যে বেঁধে রাখা যায় চিরকাল
নিজেরই করে: গ্রীষ্মে বাদলে শীতে।
সে আমার আত্মার আত্মীয়।
সে সবার একান্ত প্রয়োজন।
যুগের সাথে সব বদলায়-
ভাষা কেন বদলাবে না? কেন বদলাবে না শুনি!
যত সহজ করে নেওয়া যায়, ততই আরাম লাগে পড়ে। লিখেও।
এতো পাথর নয় যে যুদ্ধ করে ভাঙতে হবে।
ভালোবেসে বিছানায় গড়াগড়ি দেব
আর আনন্দে হাততালি দেব- বন্ধু পেলাম সুখ দুঃখের।
কঠিন জীবনটা সহজ হল।
বঙ্কিম বিদ্যাসাগর সংস্কৃত পড়ে বাংলা লিখলেন
কিন্তু রবি শরৎ বাংলার জন্য বাংলা লিখলেন।
কত সহজ হয়ে গেল ভাষা।
ভাষা মানে ভয় নয়-
সে ভালোবাসা যাকে বুকের মধ্যে বেঁধে রাখা যায় চিরকাল
নিজেরই করে: গ্রীষ্মে বাদলে শীতে।
সে আমার আত্মার আত্মীয়।
সে সবার একান্ত প্রয়োজন।
যুগের সাথে সব বদলায়-
ভাষা কেন বদলাবে না? কেন বদলাবে না শুনি!
যত সহজ করে নেওয়া যায়, ততই আরাম লাগে পড়ে। লিখেও।
এতো পাথর নয় যে যুদ্ধ করে ভাঙতে হবে।
ভালোবেসে বিছানায় গড়াগড়ি দেব
আর আনন্দে হাততালি দেব- বন্ধু পেলাম সুখ দুঃখের।
কঠিন জীবনটা সহজ হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০২১ভালো।
-
কে. পাল ০৭/০৬/২০২১সুন্দর
-
শ.ম. শহীদ ০৭/০৬/২০২১অসাধারণ!