মেন্ডিক্যান্সি
কী উন্নতি! শহরে গরীব চোখে পড়ে না!
কী সমাজনীতি! কী অর্থনীতি! কী রাজনীতি!
ওই সুদূরে উঁচু দেওয়ালের ওপারে হাজার হাহাকার।
তারা কেমন আছেন?
নানান ব্রিডের কুকুর ঘরে,
রাস্তার কুকুর দেওয়ালের ওপারে!
বাইরের কারোকে ঢুকতে দেওয়া হয় না।
শুনছি হাইড্রোক্সিকলোরোকুইন নামে একটা নতুন ড্রাগ এসেছে-
পরীক্ষা করে বলতে হবে কেমন সেটা!
রাস্তার কুকুরের জ্বর কমলো না-
এক বুক জ্বর নিয়ে মরলো তারা জেলে।
তাই মানুষের ওপর তা প্রয়োগ হল না-
প্রাণে বাঁচলো সভ্য মানুষ।
সভ্যতা কত এগিয়ে-
কোনও দারিদ্রই নেই।
গরীব থাকলে তো দারিদ্র থাকবে-
যেমন অসুস্থ সবাই, কোনও রোগ না হলেও!
কী সমাজনীতি! কী অর্থনীতি! কী রাজনীতি!
ওই সুদূরে উঁচু দেওয়ালের ওপারে হাজার হাহাকার।
তারা কেমন আছেন?
নানান ব্রিডের কুকুর ঘরে,
রাস্তার কুকুর দেওয়ালের ওপারে!
বাইরের কারোকে ঢুকতে দেওয়া হয় না।
শুনছি হাইড্রোক্সিকলোরোকুইন নামে একটা নতুন ড্রাগ এসেছে-
পরীক্ষা করে বলতে হবে কেমন সেটা!
রাস্তার কুকুরের জ্বর কমলো না-
এক বুক জ্বর নিয়ে মরলো তারা জেলে।
তাই মানুষের ওপর তা প্রয়োগ হল না-
প্রাণে বাঁচলো সভ্য মানুষ।
সভ্যতা কত এগিয়ে-
কোনও দারিদ্রই নেই।
গরীব থাকলে তো দারিদ্র থাকবে-
যেমন অসুস্থ সবাই, কোনও রোগ না হলেও!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৬/২০২১সুন্দর লেখনী।
-
কে. পাল ০৩/০৬/২০২১Woow
-
ফয়জুল মহী ০২/০৬/২০২১Excellent