একসাথে চারটি
১) অপেক্ষা
'দিদি, আমি আপনার ফ্যান'।
'রোজ রোজ একশো প্রস্তাব আসে আমার কাছে। আগে বলুন, আপনি কী করেন'?
'কবিতা লিখি'।
'আপনি কী পারবেন আমার জন্য অপেক্ষা করতে? মানে কেরিয়ার শেষ করে আমি আপনার কাছে ফিরে আসবো'।
কবি হাঁ করে নায়িকার মুখের দিকে তাকিয়ে রইল। পাশ থেকে কেউ বললো, 'মেরা নাম্বার কব্ আয়েগা, লাইন তো বহুত লম্বা হে'!
২) কার্পেট বম্বিং
'তোদের হোস্টেলে এটাচড্ বাথ নেই'?
'না রে, পাঁচ মিনিটের হাঁটা পথ'!
'পেট খারাপ হলে কী করিস'?
'কার্পেট বম্বিং করতে করতে চলে যাই'!
৩) ব্যাখ্যা
'আমার কলম সময়ের আগে চলে, ভাবনা সময়কে অনুসরণ করলেও'।
'আপনি তাহলে ভগবান রূপী ভূত- ভগবান সময়ের আগে লেখেন, আর ভূত সর্বদা সময়কে অনুসরণ করে'!
'আমি কবি'।
'তারই তো ব্যাখ্যা দিলাম'।
৪) টিভি দেখা
প্রশ্ন উঠলো, টিভি-তে কে কী দেখে?
কেউ বললো : খবর
কেউ বললো : সিনেমা
কেউ বললো : কৌতুক
কেউ বললো : খেলা।
শুধু দাদু বললেন : দিদি নাম্বার ওয়ান!
'দিদি, আমি আপনার ফ্যান'।
'রোজ রোজ একশো প্রস্তাব আসে আমার কাছে। আগে বলুন, আপনি কী করেন'?
'কবিতা লিখি'।
'আপনি কী পারবেন আমার জন্য অপেক্ষা করতে? মানে কেরিয়ার শেষ করে আমি আপনার কাছে ফিরে আসবো'।
কবি হাঁ করে নায়িকার মুখের দিকে তাকিয়ে রইল। পাশ থেকে কেউ বললো, 'মেরা নাম্বার কব্ আয়েগা, লাইন তো বহুত লম্বা হে'!
২) কার্পেট বম্বিং
'তোদের হোস্টেলে এটাচড্ বাথ নেই'?
'না রে, পাঁচ মিনিটের হাঁটা পথ'!
'পেট খারাপ হলে কী করিস'?
'কার্পেট বম্বিং করতে করতে চলে যাই'!
৩) ব্যাখ্যা
'আমার কলম সময়ের আগে চলে, ভাবনা সময়কে অনুসরণ করলেও'।
'আপনি তাহলে ভগবান রূপী ভূত- ভগবান সময়ের আগে লেখেন, আর ভূত সর্বদা সময়কে অনুসরণ করে'!
'আমি কবি'।
'তারই তো ব্যাখ্যা দিলাম'।
৪) টিভি দেখা
প্রশ্ন উঠলো, টিভি-তে কে কী দেখে?
কেউ বললো : খবর
কেউ বললো : সিনেমা
কেউ বললো : কৌতুক
কেউ বললো : খেলা।
শুধু দাদু বললেন : দিদি নাম্বার ওয়ান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০২/২০২২বেশতো
-
জামাল উদ্দিন জীবন ৩০/১০/২০২১ভাল
-
সুব্রত ভৌমিক ০৬/১০/২০২১(৪)#..ঠিক ঠিক..হাঃ হাঃ
-
আব্দুর রহমান আনসারী ০৬/১০/২০২১নাম্বার ওয়ান
-
বিধান চন্দ্র ধর ২১/০৭/২০২১চালিয়ে যেতে হবে অনেক দুর
-
ভাস্কর অনির্বাণ ২০/০৭/২০২১অসাধারন হয়েছে
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৪/০৭/২০২১সুন্দর বলেছেন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০৬/২০২১মজাদার ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৫/২০২১হা, হা, হা।
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২১পাঠক হৃদয়ে বেঁচে থাকুক লেখা।