কাউন্সেলিং ও নারদ
১) কাউন্সেলিং
স্বামী প্রায়ই আপিস থেকে আসতে দেরি করে। এখন কাজের প্রচুর চাপ। স্ত্রী বলে, 'অন্তরার সাথে তুমি প্রেম করছো'।
একদিন স্ত্রীর ইস্কুল থেকে আসতে দেরি হল। ওনার তিনটে ক্লাস ছিল। সেদিন স্বামী ওনার আগে বাড়ি ফিরলেন। 'তুমি শঙ্করের সাথে পার্কে ঢুকছিলে, অন্তরা দেখেছে'।
২) নারদ
অনেকের স্বাভাব থাকে- লোকের বাড়ি গিয়ে খেয়ে দেয়ে নিন্দে করে ঝগড়া লাগিয়ে আসা। এসব মানুষ বাড়িতে এলে কী বলতে হয়?
'অতিথি নারায়ণ, নারদ নয়। নারায়ণের সেবা করা উচিত কিন্তু নারদ শিরে সংক্রান্তি'!
স্বামী প্রায়ই আপিস থেকে আসতে দেরি করে। এখন কাজের প্রচুর চাপ। স্ত্রী বলে, 'অন্তরার সাথে তুমি প্রেম করছো'।
একদিন স্ত্রীর ইস্কুল থেকে আসতে দেরি হল। ওনার তিনটে ক্লাস ছিল। সেদিন স্বামী ওনার আগে বাড়ি ফিরলেন। 'তুমি শঙ্করের সাথে পার্কে ঢুকছিলে, অন্তরা দেখেছে'।
২) নারদ
অনেকের স্বাভাব থাকে- লোকের বাড়ি গিয়ে খেয়ে দেয়ে নিন্দে করে ঝগড়া লাগিয়ে আসা। এসব মানুষ বাড়িতে এলে কী বলতে হয়?
'অতিথি নারায়ণ, নারদ নয়। নারায়ণের সেবা করা উচিত কিন্তু নারদ শিরে সংক্রান্তি'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০১/০৩/২০২২ভালো
-
সুব্রত ভৌমিক ২৯/০৯/২০২১বেশ ভালো হয়েছে লেখা।
-
জামাল উদ্দিন জীবন ১৪/০৮/২০২১সুন্দর
-
ভাস্কর অনির্বাণ ২০/০৭/২০২১খুব ভালো লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৫/২০২১দুটো লেখাই অতিশয় হৃদয়গ্রাহী।
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২১মুগ্ধ হলাম পাঠে। ভালো থাকবেন।