www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেসশিল্ড ও হায়াৎ রেস্টুরেন্ট

১) ফেসশিল্ড

কেয়ারটেকার: দাদা, শুধু মাস্ক পরলেই হবে,
ফেসশিল্ড পরার কোনও প্রয়োজন নেই।
ব্যক্তি: গেট-এ লেখা আছে 'বিজ্ঞাপন মারিবেন না',
কই লেখাতো নেই 'ফেসশিল্ড পরিবেন না'।
কেয়ারটেকার: ওটা পিছনের গেট-এ লেখা আছে।
ব্যক্তি: তাহলে ফেসশিল্ড কী পিছনে পরবো !

ওই ব্যক্তি পরে আবার এসেছেন কুকুর নিয়ে।

কেয়ারটেকার: দাদা, কুকুরকে ফেসশিল্ড পরান নি?
ব্যক্তি: আগে বড় কুকুরটাকে পরাই, তারপর ছোট কুকুরটাকে পরাবো !

২) হায়াৎ রেস্টুরেন্ট

ছেলেটা বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলছে।
ওর বন্ধু বললো: বেইংলিশ।
তখন ওরা হায়াৎ রেস্টুরেন্ট-এ বসে খাবার অর্ডার করছিল।
ওয়েটার বললো: বেহায়াইংলিশ!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast