আশ্রয়
ঝড় কখনও একা আসে না,
সে টেনে আনে বৃষ্টি।
যেমন দুর্ভোগ টেনে আনে নিয়তি।
আশ্রয়হীন মানুষ আশ্রয় খোঁজে-
ছোটবেলায় লেখাপড়া ফেলে আসা ইস্কুলে,
কাছের মানুষের মৃতদেহ সনাক্ত করতে যাওয়া হাসপাতালে,
সময় মতো লোন শোধ করতে না পারার জন্য
গলা ধাক্কা দেওয়া বড় মানুষের বাড়িতে,
সারা বছর ভোটের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও
তহবিলের সুকল্যাণ থেকে বঞ্চিত ক্লাব ঘরে...
বিপদে মানুষই মানুষকে আশ্রয় দেয়,
সারা বছর আশ্রয় না দিলেও।
তা বলে কী মানুষ জেনে শুনে সারা বছর বিপদ চাইবে?
সে টেনে আনে বৃষ্টি।
যেমন দুর্ভোগ টেনে আনে নিয়তি।
আশ্রয়হীন মানুষ আশ্রয় খোঁজে-
ছোটবেলায় লেখাপড়া ফেলে আসা ইস্কুলে,
কাছের মানুষের মৃতদেহ সনাক্ত করতে যাওয়া হাসপাতালে,
সময় মতো লোন শোধ করতে না পারার জন্য
গলা ধাক্কা দেওয়া বড় মানুষের বাড়িতে,
সারা বছর ভোটের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও
তহবিলের সুকল্যাণ থেকে বঞ্চিত ক্লাব ঘরে...
বিপদে মানুষই মানুষকে আশ্রয় দেয়,
সারা বছর আশ্রয় না দিলেও।
তা বলে কী মানুষ জেনে শুনে সারা বছর বিপদ চাইবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১১/২০২৩অনন্য!
-
কে. পাল ২৪/০৫/২০২১Sundor
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২১ভালোই লিখেছেন।
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২১তৃপ্তিদিায়ক লিখনী কারণ সুপাঠ্য ।