সেতু
'দাদা, চুরি করছিল, হাতেনাতে ধরা পড়েছে। কী করবো'?
'পেটের দায়ে চুরি করাটা কোনও অপরাধের নয়।
যারা গরীবের পেটের ভাত চুরি করে, তারাই আসল অপরাধী।
ওকে সসম্মানে মুক্তি দাও'।
সভ্যতার নদী বয়ে যায়।
এপারে দাঁড়িয়ে আমীর, ওপারে গরীব।
করা যেন বৃথা সেতু বাঁধার চেষ্টা করেছিল।
কালের স্রোতে সেই সেতু ভেঙে খানখান।
একজন বিভ্রান্ত কবি হেঁটে চলেছেন
সেই টুকরোগুলোর ওপর দিয়ে।
সমাজ বলছে,
'পাগল',
'সমাজবিরোধী',
'মরার পালক গজিয়েছে'...
কবি ওসব কথায় কান দেন নি।
হঠাৎ উনি খেয়াল করলেন-
উনি যত এগিয়ে যাচ্ছেন
দু পাড়ের দূরত্ব ততই বেড়ে চলেছে!
'পেটের দায়ে চুরি করাটা কোনও অপরাধের নয়।
যারা গরীবের পেটের ভাত চুরি করে, তারাই আসল অপরাধী।
ওকে সসম্মানে মুক্তি দাও'।
সভ্যতার নদী বয়ে যায়।
এপারে দাঁড়িয়ে আমীর, ওপারে গরীব।
করা যেন বৃথা সেতু বাঁধার চেষ্টা করেছিল।
কালের স্রোতে সেই সেতু ভেঙে খানখান।
একজন বিভ্রান্ত কবি হেঁটে চলেছেন
সেই টুকরোগুলোর ওপর দিয়ে।
সমাজ বলছে,
'পাগল',
'সমাজবিরোধী',
'মরার পালক গজিয়েছে'...
কবি ওসব কথায় কান দেন নি।
হঠাৎ উনি খেয়াল করলেন-
উনি যত এগিয়ে যাচ্ছেন
দু পাড়ের দূরত্ব ততই বেড়ে চলেছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহাদাৎ হোসেন ১৭/০৫/২০২১দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৫/২০২১অসাধারণ তো!
-
নুর হোসেন ১৭/০৫/২০২১ভালোই লিখেছেন
-
তরুন ইউসুফ ১৭/০৫/২০২১ভাল লাগল
-
Md. Rayhan Kazi ১৭/০৫/২০২১দারুন
-
ফয়জুল মহী ১৭/০৫/২০২১Excellent poem