জীবনটা নদীর মতো
জীবনটা নদীর মতো।
আপন বেগে, আপন তালে চলে।
আমি তুমি হিসেব করি কত-
লাভক্ষতি কোনটা কতটা খেলে।
আমরা বৃথা তাকে চালাতে চাই-
সে তার নিজের মতে অটল।
যেমন চলছে তেমন চলুক না ভাই।
জোর করে পাবো কী কোনও ফল!
পথ চলার মজাই আলাদা।
চলতে শিখি, সেটাই অনেক।
কে কী করলো? আমার কী হবে? সব জলকাদা!
চলার গান গাই। চলতে চলতে হাওয়া খাই। আনন্দ শতেক।
এই হল না, এই পেলাম না,
কত জ্বালা যন্ত্রণা।
ভুলে যাই- খালি হাতেই তো এসেছিলাম না!
দিই না কিছুই। পাই ঢের। ঝাড়া হাত পা।
পাহাড়ে গিয়ে আকাশ দেখি।
সমুদ্রে গিয়ে ভেজাই গা।
চলা ফেরার হিসেব নেই, একী,
কীসের হিসেব নিয়ে হতাশা তোমার জানি না?
নদীর মতো জীবন।
একূল গড়ে, ওকূল ভাঙে।
যদি এসব ভাবনা চিন্তায় মাথা ঘোরে বনবন:
চলার আনন্দটা মরা গাঙে।
আপন বেগে, আপন তালে চলে।
আমি তুমি হিসেব করি কত-
লাভক্ষতি কোনটা কতটা খেলে।
আমরা বৃথা তাকে চালাতে চাই-
সে তার নিজের মতে অটল।
যেমন চলছে তেমন চলুক না ভাই।
জোর করে পাবো কী কোনও ফল!
পথ চলার মজাই আলাদা।
চলতে শিখি, সেটাই অনেক।
কে কী করলো? আমার কী হবে? সব জলকাদা!
চলার গান গাই। চলতে চলতে হাওয়া খাই। আনন্দ শতেক।
এই হল না, এই পেলাম না,
কত জ্বালা যন্ত্রণা।
ভুলে যাই- খালি হাতেই তো এসেছিলাম না!
দিই না কিছুই। পাই ঢের। ঝাড়া হাত পা।
পাহাড়ে গিয়ে আকাশ দেখি।
সমুদ্রে গিয়ে ভেজাই গা।
চলা ফেরার হিসেব নেই, একী,
কীসের হিসেব নিয়ে হতাশা তোমার জানি না?
নদীর মতো জীবন।
একূল গড়ে, ওকূল ভাঙে।
যদি এসব ভাবনা চিন্তায় মাথা ঘোরে বনবন:
চলার আনন্দটা মরা গাঙে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ১৫/০৫/২০২১খুব ভাল লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৫/২০২১অসাধারণ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৫/২০২১চমৎকার লেখনী।
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২১অনিন্দ্য সুন্দর লেখা। বেশ লাগলো।