হঠাৎ ভূত দেখা
'এ বাড়ির মেয়ে আমি।
বাড়ির প্রত্যেক ইট-এ আমার অধিকার'।
করোনা ঘাতক।
পরিবারের সদস্য নিশ্চিন্হ।
যে বলছে সে তো নেই।
একার উত্তরাধিকারে কেন তবে ভয়!
দিন আজ দাঁড়িয়ে নিজেরই দায়ে।
রাত আজ থমকে বেদনারই ঘায়ে।
জীবিত মরে বহুবার- জীবন থাকতেই!
তবে মৃত কখনও আসেনা ফিরে।
মৃতের অধিকার ভেসে যাওয়া স্রোত,
নারীর তা খড়কুটা...
বাড়ির প্রত্যেক ইট-এ আমার অধিকার'।
করোনা ঘাতক।
পরিবারের সদস্য নিশ্চিন্হ।
যে বলছে সে তো নেই।
একার উত্তরাধিকারে কেন তবে ভয়!
দিন আজ দাঁড়িয়ে নিজেরই দায়ে।
রাত আজ থমকে বেদনারই ঘায়ে।
জীবিত মরে বহুবার- জীবন থাকতেই!
তবে মৃত কখনও আসেনা ফিরে।
মৃতের অধিকার ভেসে যাওয়া স্রোত,
নারীর তা খড়কুটা...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত শীল ১৫/০৫/২০২১লেখাটি বেশ সুন্দর হয়েছে ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৫/২০২১করোনায় সব লন্ডভন্ড!
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২১সুন্দর ভাবনার প্রকাশ,,