সামাজিক দূষণ
বক্সারের গঙ্গা
হামিরপুরের যমুনা
কাটিহারের নদী
জলে মৃতদেহ
কখনও আধপোড়া, কখনও দগ্ধ নয়
তবে মৃত্যুর কারণ একটাই
করোনা
কে মৃত
মৃতদেহ না সমাজ
জীবিকার অভাবের থেকেও খারাপ কৃষ্টির অভাব
প্রশ্ন, করা ফেলে গেল
মানুষ না জানোয়ার
মানুষ হলে ধরা পড়বেই
আর জানোয়ার হলে জঙ্গলে পালিয়ে যাবে
তদন্ত যেন জলের মতো না হয় !
হামিরপুরের যমুনা
কাটিহারের নদী
জলে মৃতদেহ
কখনও আধপোড়া, কখনও দগ্ধ নয়
তবে মৃত্যুর কারণ একটাই
করোনা
কে মৃত
মৃতদেহ না সমাজ
জীবিকার অভাবের থেকেও খারাপ কৃষ্টির অভাব
প্রশ্ন, করা ফেলে গেল
মানুষ না জানোয়ার
মানুষ হলে ধরা পড়বেই
আর জানোয়ার হলে জঙ্গলে পালিয়ে যাবে
তদন্ত যেন জলের মতো না হয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম বিন ইদ্রিস ১২/০৫/২০২১সুন্দর
-
মোঃ খায়রুল আলম সোহেল ১২/০৫/২০২১"জীবিকার অভাবের থেকেও খারাপ কৃষ্টির অভাব" খুব সুন্দর লেখনী। প্রকৃতপক্ষে কৃষ্টিহীন মানুষ পশুরই নামান্তর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৫/২০২১আমিও একমত।
-
ফয়জুল মহী ১১/০৫/২০২১অনন্য প্রকাশ