শ্রীলঙ্কা
পশুরও প্রাণে ভয় আছে।
সে জানে ভুল করলে মানুষ তার হিংসাকে খাঁচায় আটকে রাখতে পারে।
আইনের তৈরী বহু খাঁচা হয় মানুষের জন্য
কিন্তু তার হিংসা রক্তবীজের রক্তের মতোই ভয়াল।
যারা রক্ত খেতে ভালোবাসে-
তারা আমাদের মতোই রোজ দেবতার নাম গান করে,
গল্প কবিতা লেখে, ভাত খায়, ঘুমোতে যায়...
তাদের ঘরে আমাদের মতোই মা, বোন, বউ ও মেয়ে আছে;
আছে বাবা, ভাই ও ছেলে...
তারা আমাদের মতোই কাজ করে রোজগার করে
কিন্তু আমরা তাদের মতো হঠাৎ হঠাৎ অকাজ করি না।
শ্রীলঙ্কা আজ কাঁদছে:
লজ্জায় নয়, ঘেন্নায় নয়, ভয়ে নয়।
কারণ মানুষ চিনতে পারেনি তার নিজের স্বরূপ।
শ্রীলঙ্কার পাশে আজ কোনও মানুষ নেই
কারণ নিজের স্বরূপ চিনতে আজও মানুষ ব্যর্থ।
শ্রীলঙ্কার লাল রক্ত লেগে আছে আমার গায়ে।
ভয় লাগছে, আমার রক্তের সাথে তা যেন মিশে না যায়।
সে জানে ভুল করলে মানুষ তার হিংসাকে খাঁচায় আটকে রাখতে পারে।
আইনের তৈরী বহু খাঁচা হয় মানুষের জন্য
কিন্তু তার হিংসা রক্তবীজের রক্তের মতোই ভয়াল।
যারা রক্ত খেতে ভালোবাসে-
তারা আমাদের মতোই রোজ দেবতার নাম গান করে,
গল্প কবিতা লেখে, ভাত খায়, ঘুমোতে যায়...
তাদের ঘরে আমাদের মতোই মা, বোন, বউ ও মেয়ে আছে;
আছে বাবা, ভাই ও ছেলে...
তারা আমাদের মতোই কাজ করে রোজগার করে
কিন্তু আমরা তাদের মতো হঠাৎ হঠাৎ অকাজ করি না।
শ্রীলঙ্কা আজ কাঁদছে:
লজ্জায় নয়, ঘেন্নায় নয়, ভয়ে নয়।
কারণ মানুষ চিনতে পারেনি তার নিজের স্বরূপ।
শ্রীলঙ্কার পাশে আজ কোনও মানুষ নেই
কারণ নিজের স্বরূপ চিনতে আজও মানুষ ব্যর্থ।
শ্রীলঙ্কার লাল রক্ত লেগে আছে আমার গায়ে।
ভয় লাগছে, আমার রক্তের সাথে তা যেন মিশে না যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৫/২০২১Good post
-
ফয়জুল মহী ১০/০৫/২০২১খুব সুন্দর লিখেছেন