শিকার
মুরগী: মানুষের আনন্দ মানে আমার মৃত্যু। মানুষ আনন্দে পার্টি করে আর আমি নাম বদলে তন্দুরি, চিল্লি, রেজালা, কোর্মা ইত্যাদি হই।
পাঁঠা: আমি অত সস্তার নই। আমিও বলি হই, তবে খুব বড় পার্টি হলে, সামান্য খানা পিনার জন্য নয়।
ক্যাডার: আমার দাম অনেক অনেক বেশি। পাঁচ বছর পর পর তা আকাশ ছোঁয়। তারা বিজয় মিছিল করেন। আমাকে করাত দিয়ে কাটা যায় না, বন্দুক লাগে।
সৈনিক: আমার দাম মূল্যে বিচার হয় না। যুগ যুগ ধরে শহীদ বেদি জ্বলে। মানুষের সুখে আমি জীবন দিই। তারা রাজপাট করেন। আমাকে করাতও মারে না, বন্দুকও মারে না। আমি মরি যুদ্ধ নামক খেলায়।
ক্যাডার হল মুরগী আর সৈনিক পাঁঠা।
হরিণের মাংস বাঘে খায় কিন্তু বাঘের গায়ে যা দুর্গন্ধ তার মাংস খাওয়ার জো নেই! বাঘের খাঁচার সামনে গেলেই অন্নপ্রাশনের ভাত উঠে আসে!
পাঁঠা: আমি অত সস্তার নই। আমিও বলি হই, তবে খুব বড় পার্টি হলে, সামান্য খানা পিনার জন্য নয়।
ক্যাডার: আমার দাম অনেক অনেক বেশি। পাঁচ বছর পর পর তা আকাশ ছোঁয়। তারা বিজয় মিছিল করেন। আমাকে করাত দিয়ে কাটা যায় না, বন্দুক লাগে।
সৈনিক: আমার দাম মূল্যে বিচার হয় না। যুগ যুগ ধরে শহীদ বেদি জ্বলে। মানুষের সুখে আমি জীবন দিই। তারা রাজপাট করেন। আমাকে করাতও মারে না, বন্দুকও মারে না। আমি মরি যুদ্ধ নামক খেলায়।
ক্যাডার হল মুরগী আর সৈনিক পাঁঠা।
হরিণের মাংস বাঘে খায় কিন্তু বাঘের গায়ে যা দুর্গন্ধ তার মাংস খাওয়ার জো নেই! বাঘের খাঁচার সামনে গেলেই অন্নপ্রাশনের ভাত উঠে আসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/১০/২০২১শিক্ষনীয়
-
বিধান চন্দ্র ধর ০৫/০৮/২০২১ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৫/২০২১বিষয়টি ভেবে দেখলে মর্মান্তিকই বটে।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৫/২০২১বাঃ