মানুষ চেনা
পদবি দিয়ে মানুষ চেনা যায় না।
একই বাড়ির ছেলে- একজন ডাক্তার, একজন ডাকাত।
নাম দিয়ে মানুষ চেনা যায় না।
একই নামের কত মানুষ কত রকম কাজ করে।
চঞ্চল মাটি কাটে। চঞ্চল ঘুষ নেয়। চঞ্চল মহিলাদের দেখে আওয়াজ দেয়।
মুখ দিয়ে মানুষ চেনা যায় না।
মুখোশ পরা মুখের দুটো রূপ- একটা ভিতরে, একটা বাইরে।
ব্যবহার দিয়ে মানুষ চেনা যায় না।
মিষ্টিভাষী লোক শয়তান হতে পারে।
গাল দেওয়া মানুষের মন সরল।
মানুষ চেনাই দায়।
প্রত্যেক মানুষ যদি নিজেকে চিনতো,
মানুষের ভিতর থেকে কখনওই এভাবে মানুষ হারাতো না।
একই বাড়ির ছেলে- একজন ডাক্তার, একজন ডাকাত।
নাম দিয়ে মানুষ চেনা যায় না।
একই নামের কত মানুষ কত রকম কাজ করে।
চঞ্চল মাটি কাটে। চঞ্চল ঘুষ নেয়। চঞ্চল মহিলাদের দেখে আওয়াজ দেয়।
মুখ দিয়ে মানুষ চেনা যায় না।
মুখোশ পরা মুখের দুটো রূপ- একটা ভিতরে, একটা বাইরে।
ব্যবহার দিয়ে মানুষ চেনা যায় না।
মিষ্টিভাষী লোক শয়তান হতে পারে।
গাল দেওয়া মানুষের মন সরল।
মানুষ চেনাই দায়।
প্রত্যেক মানুষ যদি নিজেকে চিনতো,
মানুষের ভিতর থেকে কখনওই এভাবে মানুষ হারাতো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২১ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২১আসলেই মানুষ চেনা বড় দায়।
-
রূপক কুমার রক্ষিত ৩০/০৪/২০২১Real thought